প্রায় তৈরি হয়ে গেছে ভারতের বৃহত্তম ডিটেনশন ক্যাম্প


প্রায় তৈরি হয়ে গেছে ভারতের বৃহত্তম ডিটেনশন ক্যাম্প

Biggest detention camp in India, detention camp in India, detention camp in assam
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স
প্রথমে আপনাদের বলি ডিটেনশন ক্যাম্প জিনিসটা কি, ডিটেনশন ক্যাম্প ঠিক এক প্রকার  জেলের মতোই, যখন কোন দেশের মধ্যে কোন মানুষ অবৈধভাবে প্রবেশ করে তাদেরকে ধরে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়।কিছু দিন আগে দিল্লির একটা সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন ভারতে এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি শুধুমাত্র আসামে হয়েছিল সেটা ও সুপ্রিম কোর্টের আদেশে। এবং ভারতে কোথাও কোন ডিটেনশন ক্যাম্প তৈরি হয়নি। তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা বলছেন ? কেন ভারতের বৃহত্তম ডিটেনশন ক্যাম্প তৈরির কাজ প্রায় শেষের দিকে। ডিটেনশন ক্যাম্পের 70 % কাজ ই হয়ে গেছে।



কিছুদিন আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে একটি ভিডিও পোস্ট করে বলেন আসামে কেন্দ্রের টাকাই ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। আসামের মাটিয়ায় 25 বিঘা জমির উপরে 46 কোটি টাকা ব্যয় করে তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প যেখানে তিন হাজার লোক বন্দী করে রাখা যাবে। 22 ফুট উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এই ডিটেনশন ক্যাম্প তার মধ্যে রয়েছে স্কুল,-হাসপাতাল, রান্নাঘর এছাড়াও আরো অনেক কিছু।



ডিটেনশন ক্যাম্প এর মধ্যে বন্দী দের থাকার জন্য 15 তলা ঘর বানানো হয়েছে যার এক এক তলায় 200 জন লোক বন্দী থাকবে।শুধু মাটিয়ায় নয় আসামের আরো ছয় জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে। ফরেইনার্স ট্রেবিউনাল যাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করেছেন তাদেরকে যতদিন না ফেরত পাঠানো হচ্ছে বা নাগরিত্ব দেওয়া হচ্ছে ততদিন তাদের ওই ডিটেনশন ক্যাম্পে বন্দী করে রাখা হবে।

আরো পড়ুন:
Previous Post Next Post