নতুন ৫০ টি ইতিহাসের SAQ পশ্চিমবঙ্গে সরকারি চাকরির প্রস্তুতির জন্য | New 50 History SAQ for West Bengal Goverment Job
1. কত খ্রিস্টাব্দে অমৃত্সর চুক্তি হয়েছিল ?
উত্তর : 1809 খ্রিস্টাব্দে।
2. কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়েছিল ?
উত্তর : 1829 খ্রিস্টাব্দে।
3. কত খ্রিস্টাব্দে প্রথম রেলপথ স্থাপিত হয় বোম্বে থেকে থানে পর্যন্ত ?
উত্তর : 1853 খ্রিস্টাব্দ পর্যন্ত।
4. কত খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয় ?
উত্তর : 1853 খ্রিস্টাব্দে।
5. কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছিল ? ( এটি ছিল স্বাধীনতার প্রথম বিদ্রোহ)
উত্তর : 1857 খ্রিস্টাব্দে।
6. কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল ?
উত্তর : 1885 খ্রিস্টাব্দে।
7. কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছিল ?
উত্তর : 1857 খ্রিস্টাব্দে।
8. কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়েছিল ?
উত্তর : 1859 খ্রিস্টাব্দে।
9. কত খ্রিস্টাব্দে ওয়াহাবি আন্দোলন হয়েছিল ?
উত্তর : 1827 - 1870 খ্রিস্টাব্দে।
10. কত খ্রিস্টাব্দে রামোশি আন্দোলন হয়েছিল ?
উত্তর : 1879 খ্রিস্টাব্দে।
11. কত খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন হয়েছিল ?
উত্তর : 1905 - 1911 খ্রিস্টাব্দে।
12. কত খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল ?
উত্তর : 1906 খ্রিস্টাব্দে।
13. কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্ব যুদ্ধের সূচনা হয়েছিল ?
উত্তর : 1914 খ্রিস্টাব্দে।
14. কত খ্রিস্টাব্দে খিলাফৎ আন্দোলন হয়েছিল ?
উত্তর : 1920 খ্রিস্টাব্দে।
15. কত খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি সাক্ষর হয়েছিল ?
উত্তর : 1931 খ্রিস্টাব্দে।
16. কত খ্রিস্টাব্দে আলিপুর বোমা ষড়যন্ত্র হয়েছিল ?
উত্তর : 1908 খ্রিস্টাব্দে।
17. কত খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র হয়েছিল ?
উত্তর : 1915 খ্রিস্টাব্দে।
18. কত খ্রিস্টাব্দে বুড়িবালামের যুদ্ধ হয়েছিল ?
উত্তর. : 1915 খ্রিস্টাব্দে।
19. কত খ্রিস্টাব্দে হোমরুল আন্দোলন হয়েছিল ?
উত্তর : 1916 খ্রিস্টাব্দে।
20. কত খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল ?
উত্তর: 1917 খ্রিস্টাব্দে।
21. কত খ্রিস্টাব্দে খেদা আন্দোলন হয়েছিল ?
উত্তর : 1918 খ্রিস্টাব্দে।
22. কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন হয়েছিল ?
উত্তর : 1920-22 খ্রিস্টাব্দে।
23. কত খ্রিস্টাব্দে চৌরিচৌরা ঘটনা ঘটেছিল ?
উত্তর: 1922 খ্রিস্টাব্দে।
24. কত খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন হয়েছিল ?
উত্তর : 1919-24 খ্রিস্টাব্দে।
25. কত খ্রিস্টাব্দে মাপলা বিদ্রোহ হয়েছিল ?
উত্তর : 1921 খ্রিস্টাব্দে।
26. কত খ্রিস্টাব্দে বরদৌলি আন্দোলন হয়েছিল ?
উত্তর : 1928 খ্রিস্টাব্দে।
27. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উত্তর : মঙ্গল পান্ডে
28. সলবাইয়ের সন্ধি কত সালে হয়?
উত্তর : ১৭৮২ সালে।
29. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন ?
উত্তর : ডাফরিন।
30. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে ?
উত্তর : অশ্বত্থ।
31. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে ?
উত্তর : দোঁহা।
32. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে?
উত্তর : মর্লেমিন্টো।
33. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল?
উত্তর : ফার্সি।
34. অতীশ দীপঙ্কর কে ছিলেন ?
উত্তর : বৌদ্ধ পণ্ডিত।
35. জামা মসজিদ কে নির্মান করেন ?
উত্তর : শাহজাহান।
36. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : কৃষ্ণকুমার মিত্র।
37. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী?
উত্তর : ঔরঙ্গজেব।
38. কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন?
উত্তর : শিবাজী।
39. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন?
উত্তর : জাহাঙ্গীরের আমলে।
40. মালিক কাফুর কে ছিলেন?
উত্তর : আলাউদ্দিন খলজির সেনাপতি।
41. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : হরিহর।
42. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : খিজির খান।
43. ভারত সভা কত সালে স্থাপিত হয়?
উত্তর : ১৮৭৬ সালে।
44. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন?
উত্তর : অরবিন্দ ঘোষ।
45. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
46. বক্সারের যুদ্ধ কত সালে হয়?
উত্তর : ১৭৬৪ সালে।
47. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : লালা হরদয়াল।
48. সাইমন কমিশন কত সালে ভারতে আসে?
উত্তর : ১৯২৮ সালে।
49. গান্ধী বুড়ি কাকে বলা হয়?
উত্তর : মাতঙ্গিনী হাজরা।
50. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন?
উত্তর : গান্ধীজি।