নবম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ | Class 9 Bengali Model Activity Task Part 6
১.১.বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় প্রাবন্ধিক কোন অর্থে আত্মনির্ভরশীল শব্দের প্রয়োগ ঘটিয়েছেন বর্তমান যুগের ইংরেজি ও বাংলায় কেন তিনি আত্মনির্ভরশীল মনে করেননি ?
উদ্ধৃত অংশটি সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি নামক গ্রন্থ থেকে গৃহীত হয়েছে।প্রাবন্ধিক আত্মনির্ভরশীল শব্দটি কে প্রয়োগ করেছেন স্বয়ংসম্পূর্ণ ভাষার বৈশিষ্ট্য অর্থে তার মতে কোন নতুন ভাবনার সবচেয়ে প্রয়োজন হলে যে ভাষা অন্য কোন ভাষা থেকে ঋণ গ্রহণ করে না সেটা আত্মনির্ভরশীলতা।
প্রাবন্ধিক জানিয়েছে নতুন কোনো অনুভূতি বা চিন্তার নতুন কোন শব্দের প্রয়োজন হলে বাংলা এবং ইংরেজির মত ভাষা নির্দ্বিধায় ভিন্ন ভিন্ন ভাষা থেকে ঋণ হিসাবে গ্রহণ করে বিশেষত বাংলার মত ভাষা যুগের পর যুগ ধরে প্রয়োজন অনুবাদ ইংরেজি আরবি ফারসি শব্দ গ্রহণ করেছে ইংরেজির ক্ষেত্রেও পাওয়া গেছে অপর ভাষা থেকে শব্দ গ্রহণ এর নমুনা এই দুই ভাষার মধ্যে কোন ভাষা থেকে সব ধরনের কাজ আগেও চলেছে এখনো চলছে তা এই দুই ভাষা আত্মনির্ভরশীল নয় ।
১.২ আমি এই ঘাসে বসে থাকি কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে পড়ে ?
উদ্ধৃত অংশটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা কবিতার থেকে গৃহীত হয়েছে।দিনান্তে সূর্য অস্ত যাওয়ার পর আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে ঠিক সেই সময়ে কবি ঘাসে বসে থাকেন এবং উপভোগ করেন সন্ধ্যাকালীন সৌন্দর্য।
আকাশে সাতটি তারা ফুটে ওঠা মাত্রই কোভিদ প্রকৃতির সান্নিধ্যে এসে অনুভব করেন সন্ধ্যাকালীন বঙ্গ প্রকৃতির অপরূপ সৌন্দর্য কোবির্ চোখে ধরা পড়ে অস্তগামী সূর্য রচিত কামরাঙ্গার মত লাল মেঘের এক বিরল সৌন্দর্য দিনের ক্লান্তি কাটিয়ে অস্তগামী সূর্যের গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে যাওয়া কেসবতি প্রকৃতির বুকে রূপসী নীল সন্ধ্যার আগমন ।
১.৩ কিন্তু বিঘ্ন আছে বহু বছর লেখক স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে কিরনের কথা জানিয়েছেন ?
কবি স্বামী বিবেকানন্দ জানেন ভগিনী নিবেদিতা তার অসীম ধৈর্য শিক্ষা পবিত্রতা সবটুকু সমর্পণ করে ভারতবর্ষের উন্নতি সাধনে কিছু করার জন্য এগিয়ে এলে তার কাজে বাধা হয়ে দাঁড়াবে নানামুখী প্রতিবন্ধকতা ।এই দেশে রয়েছে চরম জাতিগত অস্পৃশ্যতা ফলে শ্বেতাঙ্গ নারী হিসাবে মানুষের জন্য কাজ করতে এলে বেশিরভাগ মানুষ হয়ে ঘৃণা ই তাকে এড়িয়ে যাবে । মানুষের মধ্যে রয়েছে চরম দারিদ্রতা দূরত্ব অভাবের কারণে যে নারী অর্ধনগ্ন তাদের কাছে সভ্যতার কথা খামখেয়ালী মনে হবে ।
১.৪ নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ে না উক্তিটিতে নটে গাছের প্রসঙ্গ উপস্থাপনে আবহমান কবিতায় রূপকথারা আবেশ কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো ?
অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে গৃহীত হয়েছে ।সাধারণত কোনো রূপকথার গল্প বলার শেষে প্রাচীনেরা বলে ওঠেন আমার কথাটি ফুরালো নটে গাছটি মুড়োলো এই বলে গল্পের ইতি টেনে ও তাদের মুখে আবার শোনা যায় কেন্দ্রে মল্লিক প্রসঙ্গ গল্প বলার এখানেই শেষ নয় ।
ঠিক এই ভাবেই কবিতায় দেখা যায় যে মানুষেরা গ্রামকে ভালবাসে তাদের আবেগে গ্রামের স্মৃতি ক্ষণিকের জন্য মুছে গেলেও তা চিরতরে মুছে যায়না গ্রামকে ভুলতে না পারা গ্রামের প্রতি ভালোবাসা বিজড়িত স্মৃতি আবহমানকাল ধরে থাকে রূপকথার গল্পের মতো গ্রামকে ভালোবাসার এই অনুভূতির শেষ থাকে না ।
১.৫ আরো আহারের সংস্থান রহিলো না রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশ কিভাবে চিত্রিত হয়েছে তা আলোকে আলোচনা করো ?
আলোচ্য অংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী নামক গল্প থেকে গৃহীত হয়েছে ।স্বামীর মৃত্যুর পর জাতির সাথে মোকাদ্দমা লড়তে গিয়ে রাধারানীর মা তার সর্বস্ব হারায় মা ও মেয়ে পথে এসে দাঁড়ায় তাদের জীবনে নেমে আসে চরম অভাব।
জানা যায় মা ও মেয়েকে কোনরকমে একটি জীর্ণ কুটিরে থাকতে হয় কোন প্রকারে শারীরিক পরিশ্রম করে রাধারানীর মা দিন পার করতে থাকে আবারও পোশাকের ন্যূনতম প্রয়োজনটুকু মেটানোর ক্ষমতা হারায় দারিদ্রতার মুখোমুখি হতে বাধ্য হয় ।
১.৬ কর্ভাস যে এখন সাধারন কাকের থেকেও নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন ?
উক্ত অংশটি সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি অবলম্বনে কর্ভাস গল্প থেকে গৃহীত হয়েছে ।গল্পে প্রফেসর শঙ্কু জানিয়েছেন করো আজকে শিক্ষাদানের পর্ব যখন কিছুটা শেষ এরই মাঝে এক বিশেষ দিনে তিনি লক্ষ্য করলেন কর বাঁচাইছে সাধারণ কাকের থেকেও নিজেকে আলাদা রাখতে শঙ্কু একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে গর্ভাশয়ের সেই বিশেষ আচরণের প্রমাণ তিনি পেলেন ।
একদিন শঙ্কু ও তার ল্যাবরেটরীতে কাজ করছিলেন হঠাৎ দুপুরে শুরু হয় প্রচন্ড বৃষ্টি ঝড় বৃষ্টির মাঝে হঠাৎ কান ফাটানো বজ্রপাতের বাগানের বাইরে শিমুল গাছে আগুন লেগে যায় বৃষ্টি থামবে কোলাহল করছে মরা শিমুল গাছ কেন্দ্রের নির্দেশে ব্যাপারটি দেখে এসে জানায় বজ্রাঘাতে গলে যাওয়া একটি কাক মারা যায় এই কারণে তাদের সমস্ত কাক চেঁচামেচি করেছে।
এই সময় শঙ্কু লক্ষ করেন কর্ভাস এর আশ্চর্য আচরণ সেই কাকা হওয়া সত্বেও একটি কাকের মৃত্যু তে অন্যান্য কাকে চেঁচামেচিতে এসে এতোটুকু আগ্রহ নেই সে মনোযোগ দিয়ে লিখে চলেছে অংকের প্রাইম নাম্বার । এই থেকে প্রফেসর শঙ্কু উপলব্ধি করেন কর্ভাস নিজেই চাইছে অন্যান্য কাকের থেকে নিজেকে আলাদা করতে এবং প্রমাণ করে দিতে চান তার মনোযোগ এবং বুদ্ধির দৌড় অন্যান্য কাকের থেকে অনেক পৃথক ।
২. নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও।
১. মৌলিক শব্দ বলতে কী বোঝো ?
যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না বিশ্লেষণ করার চেষ্টা করলে প্রাপ্ত টুকরো অংশের কোন প্রকার অর্থ তৈরি হয় না এই শব্দগুলি কে মৌলিক শব্দ বলে ।যেমন - হাত পা চোখ।
২. নবগঠিত শব্দ কে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি ?
নববধূ নব সৃষ্টি শব্দকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়।মিশ্র শব্দ ,অনূদিত শব্দ, খন্ডিত শব্দ ।
৩. তদ্ভব শব্দের দুটি উদাহরণ দাও ?
তত্ত্ব শব্দের দুটি উদাহরণ হল-স্বর্ণ থেকে সোনা
চক্র থেকে চাক
৪. দেশি শব্দকে অজ্ঞাতমূলক শব্দ বলা হয় কেন ?
সংস্কৃত সারা ভারতবর্ষে বসবাসকারী অন্যান্য প্রাচীন অনার্য জাতিগোষ্ঠীর ভাষা থেকে যে শব্দ বাংলা ভাষায় কিছুটা পরিবর্তিত হয়ে এসেছে তাদের দেশি শব্দ বলে ।এই অনার্য বিদেশি শব্দ গুলি প্রকৃতিগত উৎসব জানা যায়নি শব্দগুলিকে অজ্ঞাতমূলক শব্দ বলা হয়
যেমন- ডিঙি।
৫. তুর্কীয় এবং ওলন্দাজ শব্দ ভান্ডার থেকে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দের উদাহরণ দাও ?
তুর্কি শব্দ ভান্ডার থেকে গৃহীত দুটি শব্দ হলো কাচি, বারুদ।ওলন্দাজ শব্দ ভান্ডারে গৃহীত দুটি শব্দ হলো ইশকাপন, তুরুপ
৬. তামিল শব্দ ভান্ডার থেকে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দ লেখ ?
চুরুট, আকাল।
পর্তুগিজ+ হিন্দি =চাবি খানা
তৎসম+ বিদেশি =শব্দ সূর্য কবজ
৭. নির্দেশ অনুসারে মিশ্র শব্দ তৈরি করো
ইংরেজি + বাংলা= হেড পন্ডিতপর্তুগিজ+ হিন্দি =চাবি খানা
তৎসম+ বিদেশি =শব্দ সূর্য কবজ
৮. ইংরেজি থেকে অনুবাদ এর মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দের নাম লেখ ?
ইউনিভার্সিটি থেকে বিশ্ববিদ্যালয়মাদারল্যান্ড থেকে মাতৃভূমি
৯. যোগরূঢ় শব্দের উদাহরণ দাও ?
পঙ্কজ (পাকে জন্ম যার) - ব্যবহারিক অর্থ -পদ্মজলদ (জল দান করে যে )-ব্যবহারিক অর্থ- মেঘ
১০. গুণবাচক বিশেষ্য উদ্যোগে একটি বাক্য রচনা করো।
আমি একটু বোকামি করে ফেললাম।১১. ক্রিয়াবাচক বিশেষ্য রানের জুটি গঠনরীতি নির্দেশ করো।
ক্রিয়া ও বিশেষণ এর দ্বারা কোন স্থানকে নির্দেশ করা যেতে পারে যেমন যেখানে সেখানে মাল ছড়িয়ে আছে । ক্রিয়া বিশেষণ এর দ্বারা সময়কালকে নির্দেশ করা যেতে পারে যেমন কিছুক্ষণ চুপ করে থাকো ।১২. কাছের ব্যক্তি বা বস্তু কে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয় ?
কাছের ব্যক্তিকে গোসলের নির্দেশ করতে নির্দেশক সর্বনাম ব্যবহার করা হয়যেমন ওটা রেখে দাও।
১৩. একটি তৎসম অব্যয় এবং একটি খাটি বাংলা অব্যয় এর উদাহরণ দাও।
একটি তৎসম অব্যয় হলো অতএবখাঁটি অব্যয় হল আ-মরি