নাইট্রলিম কি বা কাকে বলে ? নাইট্রলিম এর সংকেত, নাইট্রলিম কিভাবে প্রস্তুত হয় ? নাইট্রোলিমের রাসায়নিক বিক্রিয়া

নাইট্রলিম কি বা কাকে বলে ? নাইট্রলিম এর সংকেত, নাইট্রলিম কিভাবে প্রস্তুত হয় ? নাইট্রোলিমের রাসায়নিক বিক্রিয়া


আজকে আমরা আলোচনা করবো নাইট্রলিম কাকে বলে বা 1100° সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইড(CaC₂)এর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি হবে ?
নাইট্রলিম কি বা কাকে বলে ? নাইট্রলিম এর সংকেত, নাইট্রলিম কিভাবে প্রস্তুত হয় ? নাইট্রোলিমের রাসায়নিক বিক্রিয়া
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স

নাইট্রলিম কাকে বলে ?

যদি 1100° সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত  ক্যালসিয়াম কার্বাইড(CaC₂) এর উপর দিয়ে যদি নাইট্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড (CaNCN) ও কার্বনের ধূসর মিশ্রন উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রলিম বলে ।

নাইট্রোলিমের রাসায়নিক সংকেত


নাইট্রলিম সার হিসেবে কিভাবে কাজ করে?নাইট্রলিমের ব্যাবহার          

আশাকরি আপনারা বুঝে গেছেন নাইট্রলিম কাকে বলে বা কিভাবে তৈরি হয়। এবার আমরা আলোচনা করব নাইট্রোলিম সার হিসেবে কিভাবে কাজ করে।জমিতে ব্যবহৃত নাইট্রোলিম আদ্র বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়া তে পরিণত হয় এবং বায়ুতে মিশ্রিত অক্সিজেনের দ্বারা জারিত হয়ে নাইট্রেট লবণের সৃষ্টি করে যা জল দ্রব্য এবং মুলোরমের মাধ্যমে তা খাদ্য হিসেবে  গ্রহণ করে।

ট্যাগ:নাইট্রলিম কি বা কাকে বলে ? নাইট্রলিম এর সংকেত, নাইট্রলিম কিভাবে প্রস্তুত হয় ? নাইট্রোলিমের রাসায়নিক বিক্রিয়া



Previous Post Next Post