ইয়াং গুনাঙ্কো কি বা কাকে বলে, ইয়াং গুনাঙ্কের একক,ইয়াং গুনাঙ্কের মাত্রা

ইয়াং গুনাঙ্কো কি বা কাকে বলে, ইয়াং গুনাঙ্কের একক,ইয়াং গুনাঙ্কের মাত্রা

ইয়াং গুনাঙ্কো কি বা কাকে বলে, ইয়াং গুনাঙ্কের একক,ইয়াং গুনাঙ্কের মাত্রা
চিত্র তৃতীয় পক্ষের রেফারেন্স


ইয়াং গুনাঙ্কের সংজ্ঞা

কোনো স্থিতিস্থাপক স্থিতিস্থাপক বস্তু তে অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করলে বস্তুতে অনুদৈর্ঘ্য পীড়ন এর সৃষ্টি হয়। প্রতি একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুটিতে যে অনুদৈর্ঘ্য পীড়ন এর সৃষ্টি হয় তাকেই বলা হয় বস্তুটির উপাদানের ইয়ং গুণাঙ্ক।


     অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত হচ্ছে ইয়াং গুনাঙ্কো।


ইয়াং গুনাঙ্কের একক

CGS পদ্ধতিতে dyne cm-2
SI পদ্ধতিতে Nm-2 বা Pa


ইয়াং গুনাঙ্কের মাত্রা

ML-1T-2
ইয়াং গুনাঙ্কো কেবল মাত্র কঠিন পদার্থে ই হয়।

Previous Post Next Post