হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস Hierarchial Classification

হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস কি(What's Hierarchial Classification):
যে শ্রেণীবিন্যাস নিচের স্তরের কয়েকটি জীবগোষ্টি উপের স্তরের একটি জীবগোষ্টির অন্তর ভুক্ত হয় তাকে হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস বলে।বিজ্ঞানী লিনিয়ান এটা আবিষ্কার করেন বলে একে লিনিয়ান  হায়ারার্কি ও বলা হয়।



হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস(Hierarchial Classification):
হায়ারার্কি এর এই শ্রেণীবিন্যাস মোট সাতটি ভাগে ভাগ করা যায়।সেই ভাগ গুলিকে নিম্নে আলোচনা করা হলো 

1.রাজ্য(Kingdom)
2.পর্ব(Phylum)
3.শ্রেণী(Class)
4.বর্গ(Order)
5.গোত্র(Family)
6.গণ(Genus)
7.প্রজাতি(Species)

বি দ্র :- সমস্ত তথ্য নানান জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে,এর উপর আমার কোনো অধিকার নেই।


Previous Post Next Post