হিরো আলমের জীবনকাহিনী,হিরো আলমের ইতিহাস,Hero Alom,Hero Alom Wikipedia,hero alom biography
![]() |
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স |
আসল নাম: আশরাফুল আলম সাঈদ ডাক নাম হিরো আলম।
পেশা: অভিনেতা মডেল এবং ব্যাবসায়ী।
জন্মস্থান: বগুড়া বাংলাদেশ।
জন্ম তারিখ: 20 জানুয়ারি 1985 সাল
উচ্চতা: 5.3ইঞ্চি ওজন 53 কেজি
পেশা: অভিনেতা মডেল এবং ব্যাবসায়ী।
জন্মস্থান: বগুড়া বাংলাদেশ।
জন্ম তারিখ: 20 জানুয়ারি 1985 সাল
উচ্চতা: 5.3ইঞ্চি ওজন 53 কেজি
হিরো আলমের পরিবার -
স্ত্রী: সবিয়া আক্তার সুমি
কন্যা: আলো ও আঁখি
পুত্র: আবির
কন্যা: আলো ও আঁখি
পুত্র: আবির
হিরো আলমের শিক্ষাগত যোগ্যতা-
হিরো আলম অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান ছিলেন তাই অভাবের জন্য সপ্তম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করতে পারেন এরপর পড়াশোনা ছেড়ে দেন।
হিরো আলমের ইতিহাস-
শৈশব কলে হিরো আলম চানাচুর বিক্রি করতেন। তারপর প্রথম জীবনে তিনি তার নিজ গ্রামে সিডি বিক্রির কাজ করতেন,পরে তিনি ডিশের ব্যাবসায় নামেন ।শখের বসে তিনি মিউজিক ভিডিও বানানোর শুরু করেন এবং সেই গুলি নিজে কেবিল এ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেন ।2016 সালে তাঁর একটা মিউজিক ভিডিও ভাইরাল হওয়ার মধ্য দিয়ে সবার সামনে হিরো আলমের আত্মপ্রকাশ ঘটে।
হিরো আলমের মাসিক আয় -
তিনি ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় 45 হাজার টাকা আয় করেন।এবং প্রতিটি ছবির জন্য প্রায় 1 লক্ষ টাকা নেন ।হিরো আলমের মাসিক আয় 2 লক্ষ টাকা।