Class 7 Environment and Science Model Activity Task Part 6 | September Activity Task| WBBSE | উদ্ভিদের মূলের প্রধান কাজ কি | সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে | সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো

Class 7 Environment and Science Model Activity Task Part 6 | September Activity Task| WBBSE | উদ্ভিদের মূলের প্রধান কাজ কি | সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে | সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো

Class 7 Environment and Science Model Activity Task Part 6 | September Activity Task| WBBSE | উদ্ভিদের মূলের প্রধান কাজ কি | সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে  | সমুদ্রের  মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো


১. ঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১. যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হল
ক)দেয়াল
খ)কাগজ
গ)কাপড়
ঘ)আয়না
উত্তর : ঘ)আয়না

১.২. যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হল -
ক) সূর্য
খ) বায়ুপ্রবাহ
গ) জীবাশ্ম জ্বালানি
ঘ) জৈব গ্যাস
উত্তর : গ) জীবাশ্ম জ্বালানি

১.৩. রূপান্তরিত অর্ধবায়বীয় কান্ড দেখা যায় যে উদ্ভিদের সেটি হল -
ক)আলু
খ) কচুরিপানা
গ) বেল
ঘ) কুমড়ো
উত্তর : খ) কচুরিপানা

২.ঠিক বাক্যের পাশে ✓ আর ভুল বাক্যের পাশে × চিহ্ন দাও :

২.১. কোনো দন্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের সামান্য কম হয়।
২.২. যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে। ×
২.৩. তেতুল পাতা হল একক পত্রের একটি উদাহরণ। ×

৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও: ২

৩.১. চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কিসের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত লোহার চেয়ার না কাঠের টুল ? কেন ?

চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুল এর উপর দাঁড়িয়ে কাজ করা উচিত।

কারণ, কাঠ হল তড়িতের কুপরিবাহী তাই চালু লাইনে কাজ করার সময় কাঠের টুল এর উপর দাঁড়িয়ে কাজ করলে সরবরাহ লাইনের তারে হাত লেগে গেলেও তড়িৎ শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না।

৩.২. উদ্ভিদের মূলের প্রধান কাজ কি?

উদ্ভিদের মূলের প্রধান কাজ গুলি নিম্নরূপ :


i) উদ্ভিদের মূলের মূলরোম অঞ্চলের উপস্থিত রোমগুলোর সাহায্যে উদ্ভিদ মাটি থেকে খনিজ পদার্থ শোষণ করে।
ii) উদ্ভিদের মূল এর স্থায়ী অঞ্চল গাছকে আঁকড়ে ধরে রাখে।
iii) মাটির গভীরে বিস্তৃত হতে হওয়ার সময় মূলের নরম অংশকে রক্ষা করে উদ্ভিদের মূলের মূলত্র অঞ্চল।

৪.তিন চারটি বাক্যে উত্তর দাও : ৩

৪.১.সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে ? ব্যাখ্যা করো।

সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতিও অস্পষ্ট হবে । ছিদ্র বড় করা হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি রূপে কাজ করে। প্রতিটি ছিদ্র এক একটি আলাদা প্রতিকৃতি তৈরি করে। সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটি অস্পষ্ট প্রতিকৃতি তৈরি হয়।

৪.২. সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো।

সামুদ্রিক মাছেদের দেহতরলের ঘনত্ব সমুদ্রের জলের তুলনায় কম ।এর ফলে অভিস্রবণ প্রক্রিয়ায় দেহে থেকে জল বাইরে বেরিয়ে যায় এবং লবন এর আধিক্য ঘটে। সামুদ্রিক মাছেরা অনেক বেশি জল পান করে। ক্ষুদ্রান্ত্রের প্রাকারে অনেক পরিমান জল শোষিত হয় ও সামান্য পরিমান মূত্র তৈরি হয়।সোডিয়াম , পটাশিয়াম বেশি পরিমাণে হয় রচিত হয় তাই মুত্রের পরিমাণ কম হলেও অত্যন্ত গাঢ় হয় । এদের ফুলকার কোষ ক্লোরাইড লবণ ত্যাগ করতে বিশেষ ভূমিকা নেয়। এভাবে সমুদ্রের মাছ নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে।

Previous Post Next Post