Class 9 Geography Model Activity Task Part 5 | August Activity Task | WBBSE | নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব গুলি কি কি | ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমির মধ্যে পার্থক্য লেখ | অক্সিডেশন বা জারন প্রক্রিয়ায় শিলা কিভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখ
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১. বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো -
ক.0°
খ 90°
গ 60°
ঘ 45°
Ans- ক.0°
১.২. ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয়-
ক) স্তুপ পর্বত
খ) ভঙ্গিল পর্বত
গ) গ্রস্ত উপত্যকা
ঘ) মহাদেশ
Ans - খ) ভঙ্গিল পর্বত
১.৩.ঠিক জোড়াটি হল -
ক) তিস্তা নদী --জোয়ারের জলে পুষ্ট
খ)দার্জিলিং জেলা-- দৈনিক উষ্ণতার প্রসার বেশি
গ) মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা-- জল ধারণ ক্ষমতা কম
ভ) পাইন-- ম্যানগ্রোভ উদ্ভিদ
Ans- গ) মালভূমির ল্যাটেরাইট --মৃত্তিকা জল ধারণ ক্ষমতা কম
২.একটি বা দুটি বাক্যে উত্তর দাও :২.১. কোন স্থানের দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত হবে ?
কোন স্থানের দ্রাঘিমা 24° পূর্ব হলে ওই স্থানটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে (180° -24°) = 156° পশ্চিম।২.২. একটি পর্বত বেষ্টিত মালভূমি নাম লেখ ।
তিব্বত মালভূমি২.৩. কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার এর প্রাধান্য লক্ষ্য করা যায় ?
উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলে৩.সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব গুলি কি কি?
নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব গুলি আলোচনা করা হলো -i)পলি সঞ্চয়-- নদী ও খালের অতিরিক্ত ব্যবহারে জলের পরিমাণ কমে যায় ফলে নদী বা খালের গতিশীলতা কমে যায় ! সঞ্চয় বৃদ্ধি পায় ফলে পলি সঞ্চিত হয়ে নদীর নাব্যতা হ্রাস পায় ।
ii) দূষণ বাড়ে - শিল্পকর্মে নদী বা খালের জলের অতিরিক্ত ব্যবহারে জলের দূষণ মাত্রা বৃদ্ধি পায়।
iii) বাস্তু তন্ত্রে ক্ষতিকর প্রভাব - অতিরিক্ত জলের ব্যবহারে নদী বা বাস্তুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ।
iv) বন্যা - নদী বা খালের পলি সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় বলে, নদী বা খালের জলধরণ ক্ষমতা কমে যায়।ফল স্বরূপ বর্ষাকালে অতিরিক্ত জলের চাপে বন্যা দেখা যায়।
৩.২. ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমির মধ্যে পার্থক্য লেখ।
বিষয় | ক্ষয়জাত সমভূমি | সঞ্চয়জাত সমভূমি |
---|---|---|
উৎপত্তি | বিভিন্ন বহিঃস্থ প্রাকৃতিক শক্তির দ্বারা কোন প্রাচীন উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমি তৈরি হয় । | আর বিভিন্ন বহিঃস্থ ও অন্তঃস্থ প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ নিম্ন স্থানে সঞ্চিত হয়ে সঞ্চয়জাত সমভূমি সৃষ্টি হয় । |
প্রক্রিয়া | এই প্রকার সমভূমি সৃষ্টিতে বহিঃস্থ প্রাকৃতিক শক্তি ,বহির্জাত প্রক্রিয়া দায়ী যেমন নদী বায়ু হিমবাহ ইত্যাদি। | আর সঞ্চয়জাত সমভূমি সৃষ্টিতে বহির্জাত ও অন্তর্জাত ও উভয় প্রক্রিয়ায় দায়ী যেমন নদী বায়ু হিমবাহ বহির্জাত প্রক্রিয়া আর অগ্ন্যুৎপাতের ফলে লাভা সঞ্জয় অন্তর্জাত ও প্রক্রিয়া । |
প্রকারভেদ | সমপ্রায় সমভূমি, তরঙ্গ কর্তিত সমভূমি ও মরুভূমির হিমবাহ সমভূমি প্রভৃতি ক্ষয়জাত সমভূমি। | আর বদ্বীপ সমভূমি প্লাবন সমভূমি লাভা সমভূমি প্রভৃতি সঞ্চয়জাত সমভূমি |
৪.নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
৪.১.'উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহবিকার গ্রস্ত হয়' - চিত্রসহ ব্যাখ্যা করো ।
তুহিন খিন্ডিকরণ - উচ্চ পার্বত্য অঞ্চলের দিনের বেলা তুষার বা বরফ গলা জল শিলার ফাটলের মধ্যে প্রবেশ করে। রাত্রিবেলা উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে গেলে সেই জল পুনরায় বরফে পরিণত হলে আয়তনে শতকরা 9 ভাগ বেড়ে যায়। এর ফলে শিলার দুপাশে দেওয়াল প্রচণ্ড চাপের সৃষ্টি করে । একসময় ফাটলটি বেড়ে গিয়ে দু'পাশের দেওয়ালের শিলাস্তর ভেঙে পড়ে ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির প্রস্তরখণ্ড পরিণত হয় এই প্রক্রিয়াকে তুহিন খন্ডীকরণ বলে ।৪.২.অক্সিডেশন বা জারন প্রক্রিয়ায় শিলা কিভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখ।
শিলা মধ্যস্থ খনিজ গুলির সাথে বাতাসে থাকা অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলার পরিবর্তনকে অক্সিডেশন বলে ।উদাহরণ - লোহা যখন শিলা মধ্যস্থ লৌহ খনির ফেরাস অক্সাইড রূপে থাকে তখন তা ভীষণ কঠিন হয় কিন্তু জারণ প্রক্রিয়ায় জলে দ্রবীভূত অক্সিজেন যুক্ত হয়ে ফেরিক অক্সাইড এ পরিণত হলে তা সহজেই ভেঙে যায় এবং শিলার উপরে মরচে পড়ে।
বিক্রিয়া :
4FeO + 3H2O + O2 > 2Fe2O3,3H2O
ফেরাস অক্সাইড জল অক্সিজেন ফেরিক অক্সাইড