Class 9 Physical Science Model Activity Task Part 6 | September Model Activity Task | WBBSE | জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অনুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো

Class 9 Physical Science Model Activity Task Part 6 | September Model Activity Task | WBBSE | জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অনুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো

Class 9 Life Science Model Activity Task Part 6 | September Model Activity Task | WBBSE | জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অনুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো

১. ঠিক উত্তর নির্বাচন করো : ১×৩

১.১. কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো -
ক) Nm
খ) Nm²
গ) N/m²
ঘ) N/m
উত্তর : ঘ) N/m

১.২. গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হল ক) N2O5
খ) N2O
গ) NO2
ঘ) NO
উত্তর : গ) NO2

১.৩. একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোড়া হল। যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির -
ক) গতিশক্তি সর্বাধিক
খ) স্থিতি শক্তি সর্বাধিক
গ)গতিশক্তি ও স্থিতি শক্তির মান সমান
ঘ) গতিশক্তি অপেক্ষায় স্থিতি শক্তির মান কম।
উত্তর : খ) স্থিতি শক্তি সর্বাধিক।

২. নীচের বাক্যগুলোর সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :

২.১. ব্যারোমিটারের পাট দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে । সত্য
২.২. যে দ্রবণে মিথাইল অরেঞ্জ-এর রং হলুদ তার PH>7 । সত্য
২.৩. কার্য একটি ভেক্টর রাশি। মিথ্যা

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১. জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অনুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো ।

Nacl জলের মধ্যে Na+ ও cl- আয়নে আয়নিত হয়। Na+ (ধনাত্মক)আয়নের দিকে জলের কিছু অনুর ঋণাত্মক মেরু এবং cl- (ঋণাত্মক) আয়নের দিকে জলের কিছু অনুর ধনাত্মক মেরু আকৃষ্ট হয়।তাই Nacl আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হয়।

জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অনুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো

অপরপক্ষে , প্রোটিন বড়ো অনু বলে,জল সহজে প্রোটিনকে দ্রবিত করতে পারে না । ত্রিমাত্রিক খাঁচার মধ্যে ঢুকতে পারে না বলে জলের অনুর দ্বারা দ্রবিত হতে পারে না। জলের কিছু অনুকে সরিয়ে তবে ওই অন্তারানবিক স্থানে ঢুকতে হয়।তাই বেশিরভাগ প্রোটিনই জলে আদ্রব্য।


৩.২.কোন বস্তুর ভর m ও গতিশক্তি E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো (2mE)½।

দেওয়া আছে,
বস্তুর ভর = m
বস্তুর গতিশক্তি = E
ধরি, বস্তুটির বেগ = v এবং
বস্তুটির ভরবেগ = P
অতএব, P=mv
আমরা জানি,
E = ½ × mv²
বা, 2E = mv²
বা, 2E = m²v²/m
বা, 2E = (mv)² = (P)²/m [ P =mv ]
বা, 2E = P² / m²
বা, P² = 2mE
বা, P= √2mE
অতএব, P= (2mE)½
বস্তুটির ভরবেগ হলো (2mE)½ (প্রমাণিত)

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১. একটি জৈব যৌগে ভর অনুপাত 0.031% ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটিই ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো। (তোমাকে দেওয়া আছে P=31)। যৌগটির একটি অনুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারবে পারো?

প্রদত্ত যৌগের ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে।
অর্থাৎ
100g যৌগ P আছে 0.031g
দেওয়ায় আছে,
1 মোল P পরমাণু = 31g ফসফরাস
এখন,
0.031 g ফসফরাস আছে 100g যৌগে
1 g ফসফরাস আছে 100/0.031 g যৌগ
অতএব, 31 g ফসফরাস আছে 100× 31/0.031 g যৌগ।
= 100×31×1000/31g যৌগ
= 100000 g যৌগ
অতএব, যৌগটির মোলার ভর 100000 g/mol

অতএব,প্রদত্ত যৌগতির 1 মোল পরিমাণে ,
6.022×10²³ টি অনুর আয়তন হবে 22.4 লিটার
1 টি অনুর আয়তন হবে 22.4/6.022×10²³ লিটার
= 3.72×10-²³ লিটার


Previous Post Next Post