Class 9 Physical Science Model Activity Task Part 6 | September Model Activity Task | WBBSE | জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অনুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো
১. ঠিক উত্তর নির্বাচন করো : ১×৩
১.১. কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো -
ক) Nm
খ) Nm²
গ) N/m²
ঘ) N/m
উত্তর : ঘ) N/m
১.২. গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হল ক) N2O5
খ) N2O
গ) NO2
ঘ) NO
উত্তর : গ) NO2
১.৩. একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোড়া হল। যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির -
ক) গতিশক্তি সর্বাধিক
খ) স্থিতি শক্তি সর্বাধিক
গ)গতিশক্তি ও স্থিতি শক্তির মান সমান
ঘ) গতিশক্তি অপেক্ষায় স্থিতি শক্তির মান কম।
উত্তর : খ) স্থিতি শক্তি সর্বাধিক।
২. নীচের বাক্যগুলোর সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :২.১. ব্যারোমিটারের পাট দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে । সত্য
২.২. যে দ্রবণে মিথাইল অরেঞ্জ-এর রং হলুদ তার PH>7 । সত্য
২.৩. কার্য একটি ভেক্টর রাশি। মিথ্যা
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :৩.১. জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অনুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো ।
Nacl জলের মধ্যে Na+ ও cl- আয়নে আয়নিত হয়। Na+ (ধনাত্মক)আয়নের দিকে জলের কিছু অনুর ঋণাত্মক মেরু এবং cl- (ঋণাত্মক) আয়নের দিকে জলের কিছু অনুর ধনাত্মক মেরু আকৃষ্ট হয়।তাই Nacl আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হয়।৩.২.কোন বস্তুর ভর m ও গতিশক্তি E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো (2mE)½।
দেওয়া আছে,বস্তুর ভর = m
বস্তুর গতিশক্তি = E
ধরি, বস্তুটির বেগ = v এবং
বস্তুটির ভরবেগ = P
অতএব, P=mv
আমরা জানি,
E = ½ × mv²
বা, 2E = mv²
বা, 2E = m²v²/m
বা, 2E = (mv)² = (P)²/m [ P =mv ]
বা, 2E = P² / m²
বা, P² = 2mE
বা, P= √2mE
অতএব, P= (2mE)½
বস্তুটির ভরবেগ হলো (2mE)½ (প্রমাণিত)
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১. একটি জৈব যৌগে ভর অনুপাত 0.031% ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটিই ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো। (তোমাকে দেওয়া আছে P=31)। যৌগটির একটি অনুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারবে পারো?
প্রদত্ত যৌগের ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে।অর্থাৎ
100g যৌগ P আছে 0.031g
দেওয়ায় আছে,
1 মোল P পরমাণু = 31g ফসফরাস
এখন,
0.031 g ফসফরাস আছে 100g যৌগে
1 g ফসফরাস আছে 100/0.031 g যৌগ
অতএব, 31 g ফসফরাস আছে 100× 31/0.031 g যৌগ।
= 100×31×1000/31g যৌগ
= 100000 g যৌগ
অতএব, যৌগটির মোলার ভর 100000 g/mol
অতএব,প্রদত্ত যৌগতির 1 মোল পরিমাণে ,
6.022×10²³ টি অনুর আয়তন হবে 22.4 লিটার
1 টি অনুর আয়তন হবে 22.4/6.022×10²³ লিটার
= 3.72×10-²³ লিটার