দশম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭ | Class 10 Bengali Model Activity Task Part 7

দশম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭ | Class 10 Bengali Model Activity Task Part 7

দশম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭ | Bengali Model Activity Task Part 7

১. প্রশ্নগুলির উত্তর দাও

১.১ হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র আছে হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন ?

উদ্ধৃত অংশটি সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে গৃহীত হয়েছে
হরিদ্বার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলার কারণ হরিদ্বার জীবনের নাটকীয় বৈচিত্র ছিল তার বৃত্তি অর্থাৎ বহুরূপী সেজে মানুষকে চমকে দেওয়ার পেশাব এতে তার সামান্য হলেও তার জীবনে বৈচিত্র এনে দেয় এই পেশা হরিদা কখনোই একটি চরিত্রে বহু রূপ ধারণ পথে বের হন কখনো সেজেছেন উন্মাদ পাগল কখনো বিরাগী আবার কখনো পুলিশ নাটকের বিভিন্ন চরিত্রে তিনি বিভিন্ন ভাবে দর্শকদের মুগ্ধ করেছে এই ভাবে একা হরিদা নাটকের চরিত্র এবং বহু উপভোগের মাধ্যমে নিজেকে নাটকীয় বৈচিত্রের পরিপূর্ণ করেছেন

১.২ কি হেতু মাত গতি তবু আজি এ ভবনে বক্তা কাকে মাত সম্বোধন করেছেন ? তার আগমনের কারণ কি ?

উদ্ধৃত অংশটি এর বক্তা ইন্দ্রজিৎ ধাত্রীমা প্রভাশার ছদ্মবেশধারী দেবীকে মাত বলে সম্বোধন করেছেন
আগমনের কারণ - দেবী লক্ষ্মী ধাত্রী প্রভাসা রূপে প্রমোদ উদ্যানে হাজির হলে ইন্দ্রজিৎ তাকে আসার কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেন অত্যন্ত হতাশার সঙ্গে তিনি রামের সঙ্গে গৃহযুদ্ধে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুসংবাদ ও পুত্র শোকগ্রস্থ পিতা রাবণের যুদ্ধ যাত্রার প্রস্তুতির কথা জানান

১.৩ হাই বিধি বাম মম প্রতি বক্তা কে ? তার এমন মন্তব্যের কারন কি ?

উদ্ধৃত অংশটি মধুসূদন দত্ত রচিত অভিষেক নামক পদ্যাংশ থেকে নেয়া হয়েছে এখানে বক্তা স্বয়ং রাবণ
এমন মন্তব্যের কারন - বীরবাহুর মৃত্যুর সংবাদ পেয়ে ইন্দ্রজিৎ লঙ্কায় উপস্থিত হয়ে রাবণের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন একবার পুত্রশোক পাওয়ার পর রামের বিরুদ্ধে এই ভয়ানক যুদ্ধে আরেক প্রিয় পুত্রকে পাঠাতে চান না রাবণ কিন্তু ভাগ্য তার প্রতি এতটাই বিরক্ত যে শেষ পর্যন্ত রক্ষকুলশেখর ইন্দ্রজিৎ কেও যুদ্ধে পাঠাতে বাধ্য হচ্ছেন তিনি

১.৪ 'ওরে ওই স্তব্ধ চরাচর ' চরাচর শব্দের অর্থ কি সেখানে স্তব্ধতা বিরাজমান কেন ?

Ans - উদ্ধৃত অংশটি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা থেকে গৃহীত হয়েছে চরাচর শব্দের অর্থ সমগ্র পৃথিবী বা জগত চরাচর স্তব্ধতার কারণ -- ক্রবি প্রলয় বা ধ্বংস কে ফুটিয়ে তুলতে কখনো-সখনো সর্বনাশী জলা মুখি রুদ্রক্ষা টেনে এনেছেন বিনাশের অট্টহাসির গভীর ব্যঞ্জনা যেন সমগ্র জগৎ সৃষ্টি করেছে এক রুদ্ধশ্বাস পরিবেশ প্রলয়ের বিস্ফোরণের অজানা আশঙ্কায় পৃথিবী নিস্তব্ধ । প্রশ্ন ধৃত অংশে কোভিদ এই ভাবনায় প্রকাশ পেয়েছে

১.৫ দেখি তোমার ট্যাকে এবং পকেটে একই আছে উদ্দিষ্ট ব্যক্তির ট্যাক এবং পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল ?

উদ্ধৃত অংশটি অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী থেকে গৃহীত হয়েছে !
পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক কে ধরার জন্য পুলিশ অত্যন্ত সন্দেহবশত গিরিশ মহাপাত্র কে আটক করে জিজ্ঞাসাবাদ এবং খানা তল্লাশি করে ! এই সময় তার ট্যাগ থেকে পাওয়া গিয়েছিল গিরীশ মহাপাত্রের ট্যাগ থেকে একটি টাকা আর গন্ডা ছয়েক পয়সা পাওয়া গিয়েছিল
পকেট থেকে পাওয়া গিয়েছিল-- গিরিসের পকেট থেকে একটি লোহার কম্পাস একটি কাঠের পুতুল বিড়ি একটা দেসলাই গাজার কল্কে প্রভৃতি পাওয়া গেছিল

২. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো

2.১ তোরা সব জয়ধ্বনি কর
ব্যাসবাক্য জয়সূচক ধনী -মধ্যপদলোপী কর্মধারয় সমাস

২.২ দেবতা বাধা যোগ্যজুপে পাষাণ স্তুপে ।
ব্যাসবাক্য যজ্ঞের নিমিত্ত যুপ -- নিমিত্ত তৎপুরুষ সমাস

২.৩ আমি এখন তবে চললুম কাকাবাবু
ব্যাসবাক্য যিনি কাকা তিনি বাবু --সাধারণ কর্মধারয় সমাস

২.৪ হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা
ব্যাসবাক্য হিন্দু-মুসলমান -- দ্বন্দ্ব সমাস

২.৫ তার শোকে মহাসুখী রাক্ষসাধিপতি
রাক্ষস দের অধিপতি -- সম্বন্ধ তৎপুরুষ সমাস
Previous Post Next Post