ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের এই বিষয়টি আপনি জানেন না !

Hemant soren,hemant soren wife, Jharkhand new cm,jjm,
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স

হেমান্ট সরেন ১০ আগস্ট ১৯৭৫ খ্রিস্টাব্দে বিহারের নেমরা নামক স্থানে জন্মগ্রহণ করেন।পিতার নাম শিবু শরেন ও মাতা রুপী শরেন,তাঁর একটা ছোট ভাই ও বোন আছে যথাক্রমে  বসন্ত আর অঞ্জলী ।হেমন্ত শরেন বীরসা মুন্ডার খুব বড়ো অনুরাগী ।তিনি কল্পনা শরেনের সাথে বিবাহিত সম্পর্কে আবদ্ধ হন এবং তাঁদের দুটো সন্তান ও আছে । 




উপরের বিষয়গুলো হইতো আপনারা সকলেই জানেন কিন্তূ আপনারা কি জানেন হেমন্ত সরেনকে accidental politician  ও বলা যেতে পারে।কারণ ২৫ এপ্রিল ২০০৯ এ The Telegraph এর রিপোর্ট অনুযায়ী শিবু সরেন তাঁর বড় ছেলে দুর্গা সরেনের উপর অসন্তুষ্ট ছিল,বড় ছেলে পিতার কথা অমান্য করেই লোক সভা নির্বাচন লড়ার কথা জানিয়ে দেন। ২৬মে ২০০৯ সালে শিবু সরেন দিল্লি থেকে রাঁচি পৌঁছানোর পর একদম অসুস্থ হয়ে পড়েন কারণ তাঁর বড় ছেলে আর পৃথিবীতে ছিল না।হেমন্ত সরেন তখনও রাজনীতি থেকে অনেক দূরে ছিল কিন্তূ পিতার অসুস্থতা আর বড় ভাইয়ের মৃত্যু এই কারণেই রাজনীতির ওই খালি জায়গা টা হেমন্ত সরেন কে পূরণ করতে হতো তাই তিনি ২০০৯ সালে রাজনীতিতে আসেন।




তিনি ২৪ জুন ২০০৯ থেকে ১০ জানুয়ারি ২০১০ পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। ২০১০ এ তিনি ডিপটি সিএম পদের শপথ নেন। ২০১৪ সালে সিএম পড়ে থাকা সত্ত্বেও ভোটে হেরে যান।


Previous Post Next Post