![]() |
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স |
নাগরিত্ব সংশোধন বিল নিয়ে সারাদেশে দেখা দিয়েছে বিক্ষোভ।এই বিলের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশের প্রায় সব রাজ্য কিন্তু উত্তর প্রদেশ যেন ব্যতিক্রমী সেটা যেন রূপান্তর হয়েছে মৃত্যুপুরীতে।প্রথমদিকে নিহতের সংখ্যা ছিল ৭জন তারপরে বেড়ে হয়েছিল ১১জন বর্তমানে জানা গেছে ১৫ জনের উপরে নিহত হয়েছে। আপনি জানলে অবাক হবেন তাদের মধ্যে একজন শিশুও ছিল।ময়না তদন্তে জানা গেছে প্রত্যেকেরই মৃত্যু হয়েছে গুলির কারণে কিন্তু উত্তর প্রদেশের পুলিশের দাবি তারা কোন গুলি চালায়নি।অথচ ১০০০ রাউন্ড গুলি চলেছে বিক্ষোভ স্থলে পাওয়া গেছে ৪০৫ টি খালিকর্তুজ।
উত্তর প্রদেশের পুলিশ ডিজি ওপিসিং জানিয়েছেন পুলিশ কোন গুলি চালায়নি আন্দোলনকারীরাই গুলি চালিয়েছে পুলিশকে লক্ষ্য করে,তবে যদি কোনো পুলিশ কর্মী গুলি চালিয়ে থাকে প্রমাণ পেলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু নিচের লিংকে দেওয়া ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন পুলিশ কিভাবে গুলি চালিয়েছে।
আন্দোলন শুরু হয়েছিল প্রথমে লখনৌতে তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে রামপুর কানপুরে ও আরো অন্যান্য জেলায়।পুলিশের দাবি হিংসাত্মক প্রতিবাদের কারণে অনেক গাড়িতে আগুন ধরেছে পোড়ানো হয়েছে যানবাহন ও। এছাড়াও আন্দোলনকারীরা পাথর ইট ছুড়েছিল।
পুলিশ এও জানিয়েছেন যে আন্দোলনে বহিরাগত রাও সামিল ছিল,তারাই বেশি হিংসা ছড়িয়েছে ।সিসি টিভি খতিয়ে দেখা হচ্ছে এবং পাবলিক সম্পত্তি ধ্বংসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ভিডিও টি দেখার পর প্রশ্ন থেকেই যায় পুলিশ গুলি চালিয়েছে কানপুরে তবুও কেন তারা অস্বীকার করছেন ?আন্দোলনের পরের দিন ই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ বলছিলেন এর বদলা নেওয়া হবে,অনেকেই প্রশ্ন করেছেন তাহলে কি এই সেই বদলা ?
আরো পড়ুন :
আরো পড়ুন :