আগুন নিয়ে খেলবেন না-কাকে বলবেন মমতা ?

Mamata, boycott nrc,caa, protests in west bengal,mamata on caa
চিত্র: তৃতীয়ত পক্ষের রেফারেন্স
নাগরিক সংশোধনী আইন নিয়ে দেশের সর্বক্ষেত্রে এখন আন্দোলন জারি রয়েছে। এভেরিডে এনআরসি করতে দেবেন না বলে জানিয়েছেন দেশের অনেক মুখ্যমন্ত্রী ই। কিছু দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সম্মেলনে বলেন যে আমি মরে যাবো তবু আমার রাজ্যে এন আর সি হতে দিব না।সেই ভাবনা নিয়েই কিন্তু রাজ্যের সব জায়গায় আন্দোলন জাতীয় আছে।এর মধ্যে রাজ্য সরকার এন পি আর প্রত্যাখ্যান করেছে।



পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে 'আগুন দিয়ে না খেলার' পরামর্শ দিয়েছিলেন এবং বলেছিলেন যে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) প্রত্যাহার না করা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত থাকবে।  তৃণমূল কংগ্রেস সুপ্রিমো নগরীর অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিজেপি প্রতিশ্রুতি না রাখার অভিযোগ করেছিলেন।



 ব্যানার্জি শিক্ষার্থীদের প্রতিবাদ চালিয়ে যেতে বলেছিলেন।  ব্যানার্জি বলেছিলেন, “কাউকে ভয় কোরো না।  আমি বিজেপিকে আগুন দিয়ে না খেলতে সতর্ক করে দিচ্ছি। ”মধ্য কলকাতার রাজাবাজার থেকে মালিক বাজারের দিকে বিক্ষোভ মিছিলের নেতৃত্বদানকারী ব্যানার্জি অভিযোগ করেছিলেন যে বিজেপি সিএএর বিরুদ্ধে কথা বলায় শিক্ষার্থীদের ভয় দেখিয়ে চলেছে।  সিপিআই-এম মোদী সরকারকে অভিযুক্ত করেছে যে সিএএ এবং এনআরসি ইস্যুতে সরকারের গোড়াপত্তন জনগণের বিরোধিতা বাড়িয়েছে।

আরো পড়ুন
Previous Post Next Post