DRDO তে মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য চাকরি।

Drdo,drdo requirements,drdo requirements 2020
চিত্র : তৃতীয় পক্ষের রেফারেন্স
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ (ডি আর ডি ও)কর্মী নিয়োগ চলছে।এটার জন্য আবেদন করতে হলে আপনার কোনো  স্নাতক ডিগ্রি লাগবে না, এটির জন্যে আবেদন করতে হলে যোগ্যতা, বয়সসীমা,কত পদ খালি আছে,বেতন সম কিছু আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করবো।
নিয়োগ বোর্ডের নাম - প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)


মোট পোস্ট- 

এই নিয়োগ প্রক্রিয়াটির মাধ্যমে প্রায় 1817 টি শূন্যপদ নিয়োগ করা হবে যেখানে এসসি পদে 163 টি, এসটি-এর 114, ইডব্লিউএসের জন্য 188, সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য 849, ওবিসিদের জন্য 503,এম এস পি দের জন্য 50, ইএসএমের জন্য 135 এবং 19 টি শূন্যপদ পিডব্লিউডি বিভাগের জন্য সংরক্ষিত রয়েছে।

পদের নাম - মাল্টি টাস্কিং স্টাফ
অ্যাপ্লিকেশন মোড- অনলাইন



কারা আবেদন করতে পারবেন - সর্বভারতীয় প্রার্থীরা

লিঙ্গ -

পুরুষ ও মহিলা উভয়েই করতে পারবেন।

পরীক্ষা -

মোট পরীক্ষা - 2

মোট মার্কস সিবিটি (I) - 100
মোট মার্কস সিবিটি (II) - 100
মোট প্রশ্ন সিবিটি (I) - 100
মোট প্রশ্ন সিবিটি (II) - 100

সময় - 90 মিনিট

মোট বিভাগ - 4

প্রতিটি বিভাগ চিহ্নিত - 3





যোগ্যতা -মাধ্যমিক পাস ও আই টি আই পর্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারেন।

বয়সসীমা - 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে।

নিয়ম ও গাইড অনুযায়ী বয়স শিথিলকরণ

আবেদন ফি - 100 / -

এসসি / এসটি সম্প্রদায়, পিডব্লিউডি এবং মহিলা - কোনও ফি নেই



গুরুত্বপূর্ন তারিখগুলো -

অনলাইন নিবন্ধকরণ থেকে শুরু - 23 / ডিসেম্বর / 2019

নিবন্ধকরণ বন্ধ তারিখ - 23 / জানুয়ারী / 2020

বেতন -

18হাজার থেকে 56হাজার।


আরো বিষদে জানতে ( ডি আর ডি ও) এর অফিসিয়াল ওয়েবসাইট এ ভিসিট করুন।



Previous Post Next Post