TLM কাকে বলে ?
পাঠদান কালে যে সমস্ত বস্তু-সামগ্রীর ব্যবহার করে শিক্ষার্থীদের আগ্রহ পর্যবেক্ষণ ক্ষমতা যুক্তিবোধ বা জ্ঞান মূর্ত থেকে বিমুর্ত করে শিক্ষার্থীদের কাছে বোধগম্য করে তোলা যায় সেগুলি TLM বলে।
TLM এর পুরো অর্থ হলো - Teaching Learning Materials
বৈশিষ্ট্য:
১. শিক্ষণ প্রকরণ পাঠ্যক্রম নির্ভর। অর্থাৎ পাঠ্যক্রম অনুযায়ী নির্ণয় করা হয় কোন সহায়ক কিভাবে ব্যবহার করা হবে।
২. এর সাহায্যে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই লাভবান হয়।
এই পদ্ধতির উপযোগিতা:
১ টি এল এম বিমূর্ত বিষয়বস্তুকে মূর্ত রূপে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে।
২. একসঙ্গে অনেকগুলো ইন্দ্রিয়কে শেখার কাজে ব্যবহার করা হয়।
T.L.M এর গুরুত্ব:
১. ভাষা প্রকাশের বিকাশ ঘটানো: এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষার বিকাশে সাহায্য হয়।
২. ইন্দ্রিয় গ্রাহ্য: এর মাধ্যমে অনেকগুলো ইন্দ্রিয়কে একসাথে ব্যবহার করা হয় এবং বস্তু সমূহ সম্পর্কে সামগ্রিক জ্ঞান অর্জন হয়।
৩. শিক্ষাগত অগ্রগতির মূল্যায়ন: বর্তমানে শিক্ষার্থীদের শিখনের অগ্রগতির মূল্যায়ন করতে T.L.M সহায়তা করে।
৪. মনোযোগ আকর্ষণ:এর সাহায্যে শিক্ষাদান করলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুরাগ সঞ্চারিত হয় ও তার ফলে বিষয়বস্তুর উপর মনোযোগ বসে।
বি দ্রঃ আলোচ্য বিষয়ের উপর আমার কোনো অধিকার নেই,এই গুলো নানান জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে।