মাত্র 9 বছর বয়সে কিভাবে গ্রাজুয়েশন ডিগ্রি সম্পূর্ণ করলো ? Laurent Simons

Laurent Simons,child prodigy
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স
মাত্র 9 বছর বয়সেই স্নাতক ডিগ্রি সম্পন্ন একে আদৌ সম্ভব ? যে বয়সে আমাদের এখানকার ছেলে মেয়েরা কার্টুন দেখা,খেলাধুলা বা প্রাথমিক স্তরে শিক্ষার গণ্ডি পার হতে পারে না ঠিক সেই বয়সে, মাত্র 9 বছর বয়সী স্নাতক ডিগ্রী অর্জন করতে যাচ্ছে বেলজিয়ামের একটা শিশু। লরেন্ট সিমন্স নামেই শিশু ডিসেম্বর মাসের স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে যাচ্ছে।আইন্ডহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (টিইউই) ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন।



বর্তমানে সব থেকে কম বয়সী স্নাতক ডিগ্রি অর্জনকারী হিসেবে এই গৌরবের অধিকারী আমেরিকা যুক্তরাষ্ট্রের 10 বছরের মাইকেল কেভিন কর্নি। এ রেকর্ড এবার ভাঙতে চলেছে বেলজিয়ামের এই শিশু। লরেন্ট জানান তার প্রিয় বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।স্নাতক ডিগ্রি অর্জনের পরে তিনি একই বিষয়ে পিএইচডি অর্জন করতে চান এবং চিকিত্সা বিজ্ঞানেও পড়ার আশা আছে বলে জানিয়েছেন।



তার এই মেধার কথা প্রথমে তার ঠাকুরদা ও আমার ঠাকুরমারা জানতে পারেন এবং পরবর্তীকালে তাঁর স্কুলের শিক্ষকরা তারা তাদের অভিভাবকদের জানাই লোরেন্টের এই  মেধার কথা।

আপনাদের যদি ভালো লেগে থাকে আশা করি এ পোস্টটি আপনার আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ।
Previous Post Next Post