![]() |
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স |
এখন আর আপনাকে লাইনে দাঁড়িয়ে আধার কার্ড সংশোধন করতে হবেনা ,আপনি আপনার নিজের মতো তারিখ পছন্দ করে আধার কার্ড সংশোধন করতে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনার সম্পূর্ণ তথ্যগুলি সংশোধন করে নিতে পারবেন । তো চলুন আপনাদের বলে দি কিভাবে নাম সংশোধনের জন্য অ্যাপোয়েন্টমেন্ট এর তারিখ বুক করবেন। সংশোধনের জন্যে আপনাকে আধারের ওয়েবসাইট এ যেতে হবে।হওয়ার জন্যে নিচে 👇এখানে ক্লিক করুন।ক্লিক করার আগে পুরো তথ্যটি জেনে নিন।
Step 1
ওয়েবসাইট এ প্রবেশ করেই আপনাকে প্রথমে My Aadhar ওই জায়গা টা তে ক্লিক করতে হবে।
Step 2
My Aadhar এর মধ্যে প্রবেশ করার পর আপনি দেখবেন Book an Appointment লেখা থাকবে সেখানে ক্লিক করতে হবে।
Step 3
Book an appointment এর মধ্যে যাওয়ার পরে দেখবেন অনেক গুলো অপশন দেখতে পাবেন ওখানে লেখা থাকবে আপনি কি কি সংশোধন করতে পারবেন। তারপর নিচে search বলে অপশন থাকবে ওখান থেকে আপনাকে অধার সেবা কেন্দ্রের নাম থাকবে,ওখান থেকে আপনাদের কলকাতা সল্টলেক এর অপশন সিলেক্ট করতে হবে,এছাড়াও আপনি অন্য রাজ্যের হয়ে থাকে তাহলে অন্য সেবা কেন্দ্রীয় সিলেক্ট করতে হবে।
Step 4
আঁধার সেবা কেন্দ্র সিলেক্ট করার পরে আপনাকে নিচে দেখতে পাবেন proceed to book appointment ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাব । নতুন পেজ আপনাকে Aadhar Update অপশনটা সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার দিয়ে Generate OTP তে ক্লিক করতে হবে।
Step 5
ওটিপি আসার পরে আপনাদের সামনে Appointment Details নামে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে দুজন তথ্যগুলো চাইছে সেগুলো আপনাকে দিতে হবে তারপরে নিচের দিকে যে Next বাটন আছে ওখানে ক্লিক করতে হবে।
Step 6
তারপর আপনাদের সামনে Personal Details নামে একটি পেজ ওপেন হবে সেখানে আপনার যে সব তথ্য চাইবে সেগুলো দিয়ে next করতে হবে।
Step 7
তারপর আপনাদের সামনে Time Slot বলে একটা পেজ ওপেন হবে ওখানে আপনার পছন্দ মত তারিখ আর সময় বেছে নিতে হবে।দিয়ে Next করতে হবে।
Step 8
তারপর Appointment Review নামের পেজ আসবে ওখানে আপনার সব তথ্য যাচাই করে নিয়ে next করতে হবে
Step 9
তারপর আপনাদের সামনে payment এর জন্য একটা পেজ আসবে ওখানে আপনাদের Pay At Aadhar Seva Kendra সিলেক্ট করতে হবে দিয়ে next করলেই আপনাদের আবেদনটি জমা পড়ে যাবে ও একটা নতুন পেজ খুলে যাবে সেখানে CLICK HERE এর উপর ক্লিক করলেই আপনার আবেদন ফর্ম টি ডাউনলোড হয়ে যাবে।
যদি এই পোস্টটির মাধ্যমে আপনাদের কোনো উপকার করে থাকি তাহলে এই পোস্টটি আপনাদের বন্ধুদের সাথে WhatsApp এ শেয়ার করুন।
আরো পড়ুন :
আরো পড়ুন :