মোদী ই ডিটেনশন ক্যাম্পের জন্যে 46 কোটি টাকা দিয়েছে বললেন তরুণ গগৈ

Modi,tarun gogoi,detention camp
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স

ডিটেনশন ক্যাম্প এর জন্য মোদি টাকা দিয়েছেন ঠিক এমনই অভিযোগ তুললেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি বললেন 2018 সালে মোদী সরকার ই আসামের ডিটেনশন ক্যাম্প এর জন্য 46 কোটি টাকা দিয়েছিলাম আর এখন তিনি ই বলছেন যে ভারতে কোনো ডিটেনশন ক্যাম্প নেই। তিনি আরো বলেছেন "মিথ্যুক মোদী"।



কিছুদিন আগে দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান দেশে কোনো ডিটেনশন ক্যাম্প ই হয়নি। তরুণ গগৈ বলেন অটল বিহারী বাজপায়ীর জামানায় যেসব অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়,তাদের রাখার জন্য একটি সেন্টার করার কথা  বলা হয়েছিল রাজ্য।অবৈধভাবে অনুপ্রবেশ কারীদের কারাবাসের মেয়াদ শেষ হওয়ার পর তাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়। কিন্তু মোদি সরকার ক্ষমতায় আসার পর 3,000 জন লোক রাখার মতো ভারতের সবথেকে বড় ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য 46 কোটি টাকা দান করেন ।



তিনি এও বলেন মোদী সরকার ক্ষমতায় আসার পর ডিটেনশন ক্যাম্প ও অনুপ্রবেশকারীদের নিয়ে তেমন গুরুত্ব ভাবে আলোচনায় করেননি মোদী।এছাড়াও তিনি বলেন ধর্মের ভিত্তিতে অনুপ্রবেশ চিহ্নিতকরণ একদমই ঠিক না।

আরো পড়ুন:
জানুন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের অজানা তথ্য।
Previous Post Next Post