সি এ এ বিরোধী আন্দোলনের সময় এক সন্ত্রাসের গুলিতে আহত হলেন জামিয়ার শিক্ষার্থী
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামীয়া ইউনিভার্সিটির সামনে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির ছাত্ররা সি এ এ বিরোধী শান্তিপূর্ণ আন্দোলন করেছিল ঠিক সেই সময় ই 'এ লো আজাদী' ধ্বনি দিয়ে একটি আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয় এবং আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।এই সময় দিল্লি পুলিশ ওই ব্যক্তির পিছনেই দাঁড়িয়ে ছিল যেটি একটি ভিডিওতে ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তির নাম রাম ভক্ত গোপাল।
![]() |
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স |
পুলিশের উপস্থিতিতেই যখন গুলি নিক্ষেপ করেছিল ওই ব্যক্তি সেই গুলো আহত হয় জামিয়ার জার্নালিজম বিভাগের একজন ছাত্র যার নাম শাদাব ফারুক।তিনি বাম হতে চোট পান।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আমনা আসিফ জানান
"আমরা হলি ফ্যামিলি হাসপাতালের দিকে যাচ্ছিলাম যেখানে পুলিশ ব্যারিকেড বাড়িয়েছিল। হঠাৎই একটি বন্দুক চালিত ব্যক্তি এসে গুলি চালিয়ে যায়। একটি গুলি আমার বন্ধুর হাতের উপর পড়েছিল,"
আল-আমিন নামে অপর এক শিক্ষার্থী বলেছেন লোকটি তার পিস্তল উঠিয়ে এবং চিৎকার করে বলল "ইয়ে লো আজাদী" তারপরেই লোকটি গুলি নিক্ষেপ করেন।
শিক্ষার্থীরা জামিয়া থেকে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটে যাচ্ছিল। এই পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী হলি ফ্যামিলি হাসপাতালে থামানো হয়েছিল।
এই ঘটনাটি আঙ্গুল তুলেছে ভারতীয় জনতা পার্টির উপর কেননা কিছুদিন আগে ভারতের জনতা পার্টির একজন নেতা তার বক্তব্য বলেছিলেন "গোলি মারো সালকো "
এছাড়া প্রশ্ন উঠেছে দিল্লি পুলিশের সক্রিয়তার উপর কেননা যখন ঐ ব্যক্তি বন্দুক উচিয়ে আন্দোলনকারীদের দিকে তাক করে চিৎকার করছিল তখন সে ব্যক্তির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল দিল্লি পুলিশ তবে কেন তারা তৎক্ষণাৎ অ্যাকশন নেন নি সে বিষয়ে প্রশ্ন উঠেছে।