যুবশ্রী প্রকল্প সংগঠন দাবি নিয়ে রাজ্যপালের কাছে

যুবশ্রী প্রকল্প সংগঠন দাবি নিয়ে রাজ্যপালের কাছে

পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে ২৭/০১/২০২০ তারিখে সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় রাজ্যপাল জয়দ্বীপ ধনকরের নিকট একটি প্রতিনিধি মূলক সাক্ষাৎ করেন।
যুবশ্রী প্রকল্প, যুবশ্রী দের দাবি, যুবশ্রী প্রকল্প এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মী সমিতি
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স
প্রতিনিধি দলে ছিলেন  সংগঠনের রাজ্য সভাপতি মাননীয় নির্মল মাঝি,সহসভাপতি সেলিম,সম্পাদক চন্দ্র কান্ত কুইল্যা,সহসম্পাদক তাজিবুল হক এবং কোষাধক্ষ্য প্রণয় সাহা। বর্তমান রাজ্য সরকার দ্বারা প্রতিষ্ঠিত যুবশ্রী প্রকল্প এবং বেকারত্ব সমস্যা নিয়ে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি পেশ করে এই সংগঠন।

যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের বেকারদের প্রতিমাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা প্রদান করে থাকে। তবে যুবশ্রী প্রকল্প সংগঠন এই ভাতার পরিবর্তে কাজের দাবি তুলেছেন। কাজের দাবি নিয়ে আন্দোলন দীর্ঘদিন ধরেই চলে আসছে যুবশ্রী সংগঠনের তাদের মতে এই পনেরশো টাকায় তাদের চা-জলখাবার এই জোটে না কি করে তারা তাদের সংসার বা অসুস্থ বাবা মার দেখাশোনা করবে তাই তারা এভা তার পরিবর্তে কাজের দাবি তুলেছেন।

রাজ্যপাল যুবশ্রী প্রকল্প সংগঠনকে আশ্বাস দিয়েছেন যে তিনি এ বিষয়টি খতিয়ে দেখবেন।

Previous Post Next Post