রেশন কার্ডের নাম অনলাইনে কিভাবে দেখবেন how to check ration card name online

How to check ration card name online,ration card,wbpsd
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স
মাস তিনেক আগে আপনারা সকলে মিলে খাদ্য দপ্তর অফিসে লম্বা লাইনে দাড়িয়ে রেশন কার্ডের নাম সংশোধন করতে দিয়েছিলেন কিন্তু এখনো আপনারা সে রেশন কার্ড হাতে পাননি। সেই কারণেই আপনারা অনিশ্চয়তায় ভুগছেন যে রেশন কার্ড সংশোধন হয়েছে কি না। সেজন্যেই আপনাদের সুবিধার্থে আমি আপনাদের জানাবো আপনার মোবাইল থেকে কিভাবে রেশন কার্ডের নাম সংশোধন হয়েছে কিনা সেটা দেখবেন। সেজন্য আপনাদের নিচে যেখানে বলা হয়েছে এখানে ক্লিক করুন ওখানে ক্লিক করতে হবে।



 ক্লিক করার আগে আপনাদের কিছু পদ্ধতি জেনে নিতে হবে। উপরে দেওয়া লিংকে ক্লিক করে আপনাদের Chrome browser টি সিলেক্ট করে আপনাদের ব্রাউজারটিকে ডেক্সটপ মোডে করে নিতে হবে।যদি 
পেজটি না আসে তাহলে একবার রিফ্রেশ করে নিবেন আপনার ব্রাউজারটি।


আপনার রেশন কার্ড চেক করার জন্য লাগবে আপনার ডিস্ট্রিকের নাম আপনার মিউনিসিপালিটি বা ব্লকের নাম ছাড়াও আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ও আপনার নামের প্রথম তিনটি অক্ষর যেমন ধরুন আপনার নাম Rahul Mondol কিন্তু আপনাকে দিতে হবে Rah তারপরে সার্চ করলে আপনার রেশন কার্ড এর সম্পূর্ণ ডিটেইলস চলে আসবে আপনাদের কোন ক্যাটাগরির রেশন কার্ড আপনার পরিবারের হেড কে সবকিছু জানতে পাবেন।

আরো পড়ুন:

Previous Post Next Post