সালোকসংশ্লেষণ বা ফটোসিন্থেসিস প্রক্রিয়া কাকে বলে, সালোকসংশ্লেষণের স্থান ও উপাদান




সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে, সালোকসংশ্লেষণের স্থান ও উপাদান what is photosynthesis

সালোকসংশ্লেষ অর্থাৎ ফটোসিন্থেসিস photo অর্থাৎ আলোক এবং synthesis অর্থাৎ সংশ্লেষ দুটি শব্দ নিয়ে গঠিত। যারা তৈরি করতে হল আলোর উপস্থিতিতে কোন কিছুর সংশ্লেষ বা তৈরি হওয়া। সালোকসংশ্লেষ ফটোসিন্থেসিস কথাটি কেবলমাত্র উদ্ভিদের খাদ্য তৈরীর প্রক্রিয়া কেই বোঝায়। যা কেবলমাত্র আলোর উপস্থিতিতেই সম্ভব। বিজ্ঞানী বার্নেস ১৮৯৮ খ্রিস্টাব্দে প্রথম ফটোসিন্থেসিস কথাটি ব্যাবহার করেন।

ফটোসিন্থেসিস ,photosynthesis, সালোকসংশ্লেষ, সালোকসংশ্লেষ কি
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স

সালোকসংশ্লেষ বা ফটোসিন্থেসিস এর সংজ্ঞা :

যে যৌগের রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত কোষে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইড এর রাসায়নিক বিক্রিয়ার ফলে যে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি হয় এবং গৃহীত কার্বন ডাই অক্সাইড এর সমপরিমাণ অক্সিজেন নির্গত হয় তাকে সালোকসংশ্লেষ বলে।




সালোকসংশ্লেষের জন্য উপাদান :

জল, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল পাতার কোষে উপস্থিত কিছু যোগ্য ইত্যাদি এটাতো সূর্যালোক লাগবেই।

সালোকসংশ্লেষের স্থান:

ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ দেহে যেমন সবুজ পাতা,সবুজ পাপড়ি,সবুজ কান্ড,সবুজ মূল। এছাড়াও ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়ার ও প্রাণী দেহেও সালোকসংশ্লেষ দেখা যায় যেমন রোডসিউডোমোনাস ও ইউগ্লিনা।

বি দ্র: সমস্ত তথ্য সংগৃহীত,এর উপর আমার কোনো অধিকার নেই।

Previous Post Next Post