বাংলা ফন্ট ডাউনলোড ,20 টির ও বেশি অসাধারণ ফন্ট

বাংলা ফন্ট ডাউনলোড ,20 টির ও বেশি অসাধারণ ফন্ট

Bangla font download,how to download Bangla font,bangla font free download

বাংলা ফন্ট আমাদের দরকার হয় ই।আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা হইতো ফেসবুক পেজ চালান কিংবা ইউটিউব চ্যানেল বা ব্লগিং করেন।আর এই কারণেই আপনাদের এডিটিং এর জন্য দরকার হয় নানান রকম রকমারি ফন্ট এর এই গুলো আপনাদের পেতে হলে টাকা দিয়ে কিনতে হয় কিন্তু আজ আপনাদের সামনে আমি এনেছি নানান রকম ফন্ট একদম ফ্রী তে।

এবার আপনাদের বলবো কিভাবে বাংলা ফন্ট গুলো আপনার ফোনে ইন্সটল করবেন।ফন্ট গুলোর ফাইল আমি নিচে দিয়ে দিয়েছি।পোস্ট এর নিচে ডাউনলোড করুন বলে লেখা আছে ওখানে ক্লিক করলে ফন্ট ফাইল ডাউনলোড হয়ে যাবে। আপনাকে ওই ফন্ট এর ফাইলটি ডাউনলোড করার পরে আপনার ফাইল এই ডাউনলোড করা ফাইলটি এক্সট্র্যাক্ট করে দিতে হবে তারপর আপনাদের pixallab নামের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তারপর ওই অ্যাপ্লিকেশন এর ফন্ট অপশনে গিয়ে আপনাকে my font এ ক্লিক করে আপনার ফাইল এর মধ্যে গিয়ে বাংলা ফন্ট এর যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করতে হবে তাহলেই আপনার ফোনে সব বাংলা ফন্ট চলে আসবে।এবার আপনি আপনার মনের মত এডিট করতে পারবেন।পোষ্টটি ভালো লাগল আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
Previous Post Next Post