মিজানুর রহমান আজাহারীর জীবনী,মিজানুর রহমান আজাহারীর শিক্ষাগত যোগ্যতা,পরিবার

মিজানুর রহমান আজাহারীর জীবনী,মিজানুর রহমান আজাহারীর শিক্ষাগত যোগ্যতা,পরিবার

মিজানুর রহমান আজাহারী বর্তমান সময়ে ইসলাম যুব সমাজের একজন নক্ষত্র।তাঁর জ্ঞান ও সাধারণ জীবন যাপন সকলের দৃষ্টি আকর্ষণ করে। মিজানুর রহমান  আজাহারী এর নাম হলো মিজানুর রহমান তবে তিনি মিশরের আজাহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য নাম হয়েছে মিজানুর রহমান অজাহারী।
Mijanur rahaman azahari biodata,mijanur rahaman azahari biography,mijanur rahaman biography, biography
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স

মিজানুর রহমান আজাহারীর জন্ম

 মিজানুর রহমান অজাহারি জানুয়ারি মাসের 16 তারিখে 1990 সালে জন্মগ্রহণ করেন ঢাকার ডেমরা তে।তবে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

মিজানুর রহমান অজাহারীর পরিবার

 পরিবারে মা বাবা ও এক ভাই রয়েছে।মিজানুর রহমান অজাহারি 2014 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তাঁর দুটি কন্যা সন্তান ও রয়েছে।

মিজানুর রহমান আজাহারীর শিক্ষাগতযোগ্যতা

মিজানুর রহমান আজাহারি 2002 সালে এস এস সি পরীক্ষায় জি পি এ 5 পেয়ে উত্তীর্ণ হন।2006 সালে আলিম  এইচ এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ 5 সহ বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের প্রথম দশ তালিকাতে জায়গা করে নেন।2007সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকার এর শিক্ষা বিত্তি পরীক্ষায় হাজার হাজার ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্নাতক করার জন্য মিশরের যান।সেখানে তিনি ডিপার্টমেন্ট অফ তাপসীর  এবং কোরআন সাইন্স এ 2012 সালে 80% সি জি পি এ নিয়ে স্নাতক উত্তীর্ণ হন।এরপর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন,এম.ফিল এবং পি এইচ ডি করার সিদ্ধান্ত নেন। 

2013 সালে তিনি মালোশিয়া গমন করেন এবং ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে তিনি 2016 সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন এবং এম ফিল সম্পূর্ণ করেন। মাস্টার্স এ তাঁর সি জি পি এ ছিল 4 এর মধ্যে 3.82 ।বর্তমানে তিনি হিউম্যান বেহাভিয়ের ক্যারেকটারিক স্টিক্স ইন দ্যি হলি কোরআন এবং অ্যানালাটিকাল স্টাডি বিষয়ের উপর পি. এইচ ডি করছেন।তাঁর এম ফিল এবং পি এইচ ডি এর মাধ্যম ছিল ইংরেজি।
Previous Post Next Post