ভি আর পি কর্মীরা এবার অনশনের পথে !

ভি আর পি কর্মীরা এবার অনশনের পথে !

Vrp,vrp news,vrp news today,vrp latest News, village resources person
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স
ভি আর পি কর্মীর পরিমাণ পশ্চিমবঙ্গে নেহাত কম নয়। ৩৩ হাজার ভিআরপি কর্মী রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যে। তাদের নিয়োগ করা হয়েছিল পরীক্ষার মাধ্যমেই মেধা তালিকার ভিত্তিতে।লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে গ্রামীন সম্পদ কর্মীদের স্থায়ী কর্মীদের উপর করা হবে এবং বেতন ভিত্তিক করা হবে।

গ্রামীন সম্পদ কর্মীরা এখনো পর্যন্ত কোন দিশা খুঁজে পাননি কারণ এখনো পর্যন্ত না তাদের স্থায়ী কর্মী হিসাবে রূপান্তর করা হয়েছে না তাদের বেতন বাড়ানো হয়েছে না তাদের বেতন ভিত্তিক কর্মীতে রূপান্তর করা হয়েছে। ৩৩ হাজার গ্রামীন সম্পদ কর্মীরা এখনো দিনমজুর হিসেবে কাজ করেন। দিনে মাত্র ১৫০ টাকায়, মাসে ২০ দিন কাজ করেন। এই কাজগুলো তাদের জীবনের ঝুঁকি নিয়ে করতে হয় কারণে কাজের মধ্যে রয়েছে ডেঙ্গু নিধনের কাজও।

সরকারি নির্দেশে অন্যান্য অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা অনেক সুবিধা পেলেও পাননি গ্রামীন সম্পদ কর্মীরা। সে কারণেই সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন ২৫ শে জানুয়ারি হুগলিতে একটি সমাবেশের আয়োজন করেন এবং সেখানে তারা সিদ্ধান্ত নেন আমরণ অনশনের।

Previous Post Next Post