ভাতা নয় চাকরি চাই এই দাবি নিয়ে এবার আন্দোলনের পথে যুবশ্রী পর্থীরা


ভাতা নয় চাকরি চাই এই দাবি নিয়ে এবার আন্দোলনের পথে যুবশ্রী পর্থীরা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকার বেকারদের জন্য একটি প্রকল্প চালু করেছিল যেখানে বেকার যেসব শিক্ষার্থীরা আছে যারা পড়াশোনা শেষ করার পরে কোন চাকরি বাকরি এখনো পায়নি তাদের কিছু পরিমাণ টাকা ভাতা হিসেবে দেয়ার পরিকল্পনা করে এবং সেটা শুরু ও করে। এবার ভাতা নয় চাকরি চাই এই স্লোগান দিয়েই 10.02.2020 তারিখে আন্দোলনে নামছে যুবশ্রী প্রার্থীরা।
Yubashree,Yubashree prakalpa
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স

All Bengal Youth Welfare Association,Govt. Registration No.S0008337,Estd 2019 এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত  ভাতা প্রাপ্ত যুবশ্রী প্রার্থীদের উদ্দেশে বিশেষ একটি সূত্র জানিয়েছে যে আগামী 10.02.2020 অর্থাৎ সোমবার সংগঠনের ডাকে একটি বিশাল পদযাত্রা ও মহা জনসভার আয়োজন করেছে।

এই বিক্ষোভ জনসভায় তারিখের বেলা এগারোটার সময় শুরু হবে এবং সেটি হবে মৌলালি,এন্টালী থানার অধীনে রামলীলা ময়দানে।সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করে নবান্নে স্মারকলিপি জমা করার সিদ্ধান্ত নিয়েছে।এছাড়া তারা এও বলেছে 2021 সালের ভোটের আগে সরকারকে বুঝিয়ে দিতে হবে যুবাশ্রীরা কতটা ভোটের প্রভাব ফেলতে পারে।আরও জানিয়েছেন এই আন্দোলনে তারা কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ চান না ।

Previous Post Next Post