দমে না দিয়ে আবার ও চাকরির দাবি নিয়ে রাস্তায় যুবাশ্রী।
যুবশ্রী বারবার যেনো প্রমাণ করতে চাচ্ছে যে তারা দমে যাওয়ার জন্যে আন্দোলনে নামেনি।তাদের মুখে একটি ই স্লোগান ভাতা নই চাকরি চায় আর এই স্লোগান ই যেনো তাদের লড়ে যাওয়ার শক্তি যোগাচ্ছে।
![]() |
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স |
কিছু দিন আগে ০৭.০২.২০২০ তারিখে পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংক দ্বারা সকল যুবাশ্রী প্রার্থী তাদের চাকরির দাবি নিয়ে নেমেছিল।তাদের পরিকল্পনা ছিল তারা তাদের দাবি বিধান সভায় জানাবেন কিন্তূ লালা বাজার পুলিশ ওই আন্দোলনকারীদের গ্রেফতার করে নিয়ে যায়।তারপরেও যুবাশ্রী দমে না গিয়ে আবার ও ১০.০২.২০২০ তারিখে আন্দোলনে বেরিয়েছে একদল যুবাশ্রী।তারা দাবি করেছে ৬ বছর আগে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুবাশ্রী দের চাকরি দেওয়া হবে কিন্তু এখন ও পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ করেননি এমনকি তাদের চাকরির তো দূরের কথা তাদের যে মাসে ১৫০০ টাকা করে ভাতা আসতো সেটাও বন্ধ হয়েগেছে অনেকের ই।তাই এবার রাস্তায় নেমেছে ভাতা ছেড়ে চাকরির দাবি নিয়ে।