কলকাতার বই মেলায় এন আর সি বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা
![]() |
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স |
শনিবার অর্থাৎ ০৮.০২.২০২০ তারিখে কলকাতার বই মেলায় এন আর সি বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা। নাগরিকত্ব সংশোধন বিল পাস হওয়ার পর থেকেই দেশের নানান প্রান্তরে এই আইনের বিরুদ্ধে আন্দোলন জারি রয়েছে ।এই এন আর সি বিরোধী আন্দোলন বাংলার মানুষ ও পিছিয়ে নেই।তারাও আন্দোলনের জন্যে পথে নেমেছে।
কখনো বা রাস্তায় নাটক করে কখনো বা বিক্ষোভ করে তার সাথেই সামাজিক মাধ্যমগুলো তো বটেই।সেই কারণেই ০৮.০২.২০২০ তারিখে বিকেলে কলকাতার বই মেলায় কিছু বই প্রেমী শান্তি পূর্ণ ভাবে এই এন আর সি বিরোধী আন্দোলন করেছিলেন এবং লিফ লেট বিলি করছিলেন।ঠিক সেই সময় ই আচমকা ই এই আন্দোলনকারীদের উপর কিছু উগ্রবাদী মানুষ হামলা করে,জানা গেছে তারা বি জে পি এর সদস্য।এর পর হাতাহাতি হয়।ঘটনা স্থলে বিধান নগর থানার পুলিশ উপস্থিত হয় এবং আন্দোলনকারীদের উপর লাঠি চার্জ করে এবং যে সব বই প্রেমীরা আন্দোলন করেছিল তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।