হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে 15 সেকেন্ড এর বেশি ভিডিও আপলোড না হওয়ার কারণ![]() |
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স |
হোয়াটসঅ্যাপ এবার ভিডিও আপলোডের সময় কমালো। লকডাউন এর কারণে ব্যবসা বাণিজ্য যানবাহন নানারকম সংস্থা সবকিছুরই কর্ম স্থগিত রাখা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়া নয় কেন। লকডাউন এর কারণে তুমি ঘর থেকে বের হতে পারছেন না তাই সময় অতিবাহিত করার জন্য সকলেই চোখ রাখছে নিজেদের স্মার্ট ফোন গুলির উপর এবং ব্যস্ত হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া নিয়ে। এরফলেই চাপের সৃষ্টি হচ্ছে সার্ভার গুলির উপর তাই এই সার্ভার গুলির উপর থেকে চাপ কমানোর জন্যই এবার হোয়াটসঅ্যাপ ভিডিও পাঠানোর সময়সীমা কমিয়ে দিল।
আপনার আগে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করার সময় 30 সেকেন্ড পর্যন্ত ভিডিও শেয়ার করতে পারতেন কিন্তু এখন আপনারা 15 সেকেন্ডের বেশি ভিডিও শেয়ার করতে পারবেন না। শুধু হোয়াটসঅ্যাপে নয় আরো যেসব রয়েছে যেমন অ্যামাজন প্রাইম নেটফ্লিক্স ইউটিউব সকলেই তাদের ভিডিও রেজুলেশন কমিয়ে দিয়েছে সার্ভার থেকে চাপ সরানোর জন্য আপনারা এইসব ভিডিও দেখার প্ল্যাটফর্মে লকডাউন চলাকালীন এইচডি ভিডিও দেখতে পারবেন না।
পোস্টটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে জানিয়ে দিন।