কিরণ দত্ত ১লাখ টাকা অনুদান করলেন কভিড ১৯ এর জন্য
"দ্যা বং গাই" এপার বাংলা থেকে ওপার বাংলা এই নামটি শোনেননি এমন মানুষ খুবই কমই আছে। কিরণ দত্ত নিজের নামের থেকে "দ্যা বং গাই" নামে ই সবার কাছে বেশি পরিচিত। বলতে গেলে তিনি বাঙালি ইউটিউবার দের পথপ্রদর্শক । এখনকার সময়ে যেখানে বাংলার মানুষ বাংলা বলতে চলেছে সেখানে কিরণ দত্ত বাংলাকে নিয়ে গেছে এক অন্য পর্যায়ে। যেখানে সফল এভাবে বাংলা দিয়ে কিচ্ছু হবে না সেখানে কিরণ দত্ত দুটি চ্যানেলে মিলিয়ন এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে। সে কারণেই প্রথম থেকে কিরণ দত্ত বাঙ্গালীদের মনে এক অন্য রকম জায়গা করে নিয়েছে।
করোনা ভাইরাস এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে রিলিফ ফান্ড রয়েছে সেখানে কিরণ দত্ত এক লাখ টাকা অনুদান করেন। সম্প্রতি কিরণ দত্তের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনুদান দেওয়ার ভিডিওটি দেখা গেছে। তিনি জানিয়েছেন তিনি যে অনুদানের ভিডিও বানিয়েছেন তাতে তাঁর লোক দেখানোর কোন উদ্দেশ্য নেই এ ভিডিও বানানোর আসল কারণ হলো এই ভিডিও থেকে যা ইনকাম হবে সে টাকা দিয়ে পরবর্তীকালে তিনি যেন এমন আরও অনুদান করতে পারেন আর দ্বিতীয়তঃ কারণ যেটা হলো তাঁর এই অনুদানের ভিডিও দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে তারাও দান করতে চাইবে।
চিরকালই কিরণ দত্ত খুব সাধারণ ভাবেই জীবন যাপন করেন এবং অতীতেও অনুদান দিয়েছেন এবার ও অসহয় মানুষদের পাশে দাড়িয়ে তিনি অনেক বড়ো মনের মানুষের পরিচয় দিলেন।তিনি ভবিষ্যতেও আরো অনুদানের ইচ্ছা প্রকাশ করে করেছেন।