স্নেহের পরশ প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন


স্নেহের পরশ ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের এক হাজার টাকা দিবে

স্নেহের পরশ -

পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী যে সমস্ত পরিযায়ী শ্রমিক করোনা ভাইরাসের কারণে লকডাউন এর জন্য বিভিন্ন রাজ্যে গত ২৪.০৩.২০২০ তারিখ থেকে আটকে রয়েছেন তাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এককালীন এক হাজার টাকা প্রদান করা হবে।
স্নেহের পরশ,স্নেহের পরশ প্রকল্প,west Bengal Sneher Paras

স্নেহের পরশ প্রকল্পের যোগ্যতা -


  • শুধুমাত্র যারা লকডাউন এর জন্য গত ২৪.০৩.২০২০ তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন তারাই কেবল মাত্র এই প্রকল্পের যোগ্য।
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • লকডাউন এর কারণে বিভিন্ন রাজ্যের মধ্যে যানবাহন না চলার জন্য যে সমস্ত শ্রমিক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রাজ্যে ফিরতে পারেননি শুধুমাত্র তারাই আবেদনের যোগ্য।
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণ স্বরূপ রেশন কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর যেকোনো একটি প্রদান করতে হবে।



স্নেহের পরশ প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন -

পশ্চিমবঙ্গ সরকার "West Bengal Sneher Paras" নামক একটি মোবাইল অ্যাপ চালু করেছেন যার মাধ্যমে আবেদন করতে হবে।অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।এছাড়াও নীচে ডাউনলোড করুন লেখাতে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
                        

স্নেহের পরশ প্রকল্পের আবেদন করার সময় আবেদনকারীকে কি কি দিতে হবে - 

  • নিজের ফটো
  • রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড যে কোন একটি বিস্তারিত
  • ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত
  • মোবাইল নম্বর
  • পশ্চিমবঙ্গে বসবাসকারী আবেদনকারীর পরিচিতি ব্যক্তির বিবরণ যেমন নাম আবেদনকারীর সঙ্গে সম্পর্ক মোবাইল নম্বর।


Previous Post Next Post