করোনা মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিল বেড় রাম চন্দ্র পুর হাই স্কুল


করোনা মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিল বেড় রাম চন্দ্র পুর হাই স্কুল 

Ber ram chandra pur high school,corona,covid 19

বেড় রাম চন্দ্র পুর: চিন থেকে করোনা ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের কারণে মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের।তাই এই ভাইরাস কে আটকানোর জন্য ভারত সরকার পুরো দেশে লকডাউন জারি করেছে।পুরো দেশে ব্যাবসা বাণিজ্য যাবতীয় সর্ব প্রকার কাজ কর্ম বন্ধ হয়ে গেছে এর ফলে সমস্যায় পড়েছে দিনমজুর ও দরিদ্র শ্রেণীর মানুষেরা। কাজের অভাবে হাতে পয়সা নেই পেটে জ্বলে উঠছে খিদের জ্বালা। এমন সময় যে যেমন পারছে নিজের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাই এবার সমাজ গড়ার কারখানা বিদ্যালয় গুলি কেনো পিছিয়ে থাকবে। প্রতিবারের মতো এবারও সামাজিক কল্যাণের জন্য এগিয়ে এলো ভারত-বাংলাদেশ সীমান্তে করিমপুর ১ নম্বর ব্লকের অধীন বেড় রাম চন্দ্র পুর গ্রামের উচ্চ বিদ্যালয়।



এই বেড় রাম চন্দ্র পুর উচ্চ বিদ্যালয় কিছু সংখ্যক শিক্ষক এবং গ্রামের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের সাহায্য নিয়ে গ্রামের দুঃস্থ  মানুষদের মধ্যে চাল তেল এবং নিত্যপ্রয়োজনীয় কিছু দ্রব্যাদি তুলে দিয়ে দিন মজুরদের পাশে দাঁড়াল।এমন সমাজকল্যাণ মূলক কাজ এই বিদ্যালয় প্রথম করেনি এর আগেও ডেঙ্গু সচেতনতার জন্য এগিয়ে এসেছিল তাছাড়া এই বিদ্যালয় দ্বারা রক্তদান শিবির ও অনুষ্ঠিত হয়েছিল।

Previous Post Next Post