হিমোগ্লোবিন কি ?হিমোগ্লোবিনের কাজ কি ?মানব শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকা প্রয়োজন ?


হিমোগ্লোবিন কি?হিমোগ্লোবিনের কাজ কি?মানব শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকা প্রয়োজন ?

হিমোগ্লোবিন কি ?হিমোগ্লোবিনের কাজ কি ?মানব শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকা প্রয়োজন ?

হিমোগ্লোবিন কি ?

হিমোগ্লোবিন রক্তের লাল রঞ্জক পদার্থ। এটি একপ্রকার সংযুক্ত প্রোটিন।এর প্রধান দুটি উপাদান হল হিম বা আয়রন(4%) এবং গ্লোবিন বা হিস্টন জাতীয় প্রোটিন (96%)।

মানব শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকা প্রয়োজন ?

প্রাপ্তবয়স্ক মানুষের 100 ml বা ডেসিলিটার (দল) রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 13-16 g।

পুরুষের 14-18 g/dl
স্ত্রীলোকের 12-15 g/dl
নবজাতকে 23 g/dl

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়।

হিমোগ্লোবিনের কাজ কি ?

1.অক্সিজেনের পরিবহন : হিমোগ্লোবিন অক্সিজেন এর সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে শ্বাস অঙ্গ থেকে কলা কোষে অক্সিজেন পরিবহন করে।

2.কার্বন ডাই অক্সাইড পরিবহন:হিমোগ্লোবিন কার্বন-ডাই-অক্সাইড এর সঙ্গে যুক্ত হয়ে কর্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে কলা কোষ থেকে কার্বন-ডাই-অক্সাইড ফুসফুসে পরিবহন করে।

3. হিমোগ্লোবিন রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করে।

4.হিমোগ্লোবিন মল,মূত্র,পিত্তি ইত্যাদির বর্ণ গঠনে সহয়াতা করে।

Previous Post Next Post