Science and Environment Model Activity Task Part 1 Class 6 | পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ক্লাস 6

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।

Science and Environment Model Activity Task Part 1 Class 6 | পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ক্লাস 6

নিচের প্রশ্নগুলির উত্তর লেখ:

১.ভৌত ও রাসায়ানিক পরিবর্তন এর তিনটি পার্থক্য লেখ।

ভৌত পরিবর্তন রাসায়ানিক পরিবর্তন -
i) ভৌত পরিবর্তনে পদার্থের মূল গঠন অপরিবর্তীত থাকে। i) রাসায়ানিক পরিবর্তনে পদার্থের মূল গঠন পরিবর্তিত হয়।
ii) ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা। ii) রাসায়ানিক পরিবর্তন একমুখী ঘটনা।
iii) এই ধরনের পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায়। iii) রাসায়ানিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থ ফিরে পাওয়া যায় না।

২.রাসায়ানিক পরিবর্তন ঘটলে কি কি দেখে/ অনুভব করে তা বোঝা যেতে পারে?

যখন আমরা কোনো পদার্থের মূল গঠন, ধর্ম বা বৈশিষ্ট্য এবং রংএর পরিবর্তন হয়েছে দেখতে পাবো তখন বুঝতে হবে ঐ পদার্থটির রাসায়ানিক পরিবর্তন ঘটেছে।

৩.মৌটুসী কিভাবে পরাগ মিলনে সাহায্য করে?

মৌটুসী পাখি যখন কোনো ফুলে মধু পান করতে যাই তখন ওই ফুলের পরাগ রেনু পাখির ঠোঁটে বা গায়ের যে কোনো অংশে লেগে যায় । এরপর ঐ পাখি যখন ঐ অবস্থায় অন্য কোনো ফুলে মধু পান করতে যাই  তখন পাখিটির ঠোঁটে বা গায়ে লেগে থাকা পরাগরেণু ফুলটির গর্ভমুন্ড তে গিয়ে পড়ে। এইভাবে মৌটুসী পাখি পরাগমিলনে সাহায্য করে।

৪.বাড়িতে দই তৈরি করার জন্য কি কি করা হয় তা একটি রেখা চিত্রের সাহায্যে উপস্থাপন কর।

 বাড়িতে থাকা দইয়ের সাজা

ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া

হালকা গরম দুধ 

ল্যাকটিক অ্যাসিড

দই

Previous Post Next Post