আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
সেন্ট্রোজোম কি ?
প্রধানত প্রাণীকোষে নিউক্লিয়াস এর নিকটে যে পর্দাবিহীন তারকাকার কোষ উপাংশ প্রাণীকোষ বিভাজনের সময় বেম গঠন করে তাকে সেন্ট্রোজোম বলে।
সেন্ট্রোজোম এর গঠন :
সেন্ট্রোজোম যে অংশগুলি নিয়ে গঠিত সেগুলি হলো :
সেনট্রিওল :
কেন্দ্র অবস্থিত 9টি এর অনুনালিকা দিয়ে গঠিত দুমুখ খোলা পিপের মত একজোড়া অংশ।
কাইনপ্লাজম:
সেন্ট্রোজোম এর কেন্দ্রের সাইটোপ্লাজমীয় অংশ।
সেন্ট্রোস্ফিয়ার :
সেন্ট্রোজোম এর বাইরে দিয়ে অবস্থিত সাইটোপ্লাজমীয় ধাত্র।
অ্যাস্ট্রাল রশ্মি:
সেন্ট্রোস্ফিয়ার থেকে বিচ্ছুরিত রশ্নিবত আনুনালিকা সমূহ।
সেন্ট্রোজোম এর গুরুত্ব :
- মাইটোসিস ও মিয়সিস কোষ বিভাজন কালে বেমতন্তু গঠন করে।
- কোষ বিভাজনের শেষের দিকে ক্রোমোজোমের প্রন্তীয় গমনে সাহায্য করে।
- সিলিয়া ও ফ্ল্যাজেলা যুক্ত কোষে সীলিয়া ও ফ্লাজেলা এর সৃষ্টি করে।
- শুক্রাণুর পুচ্ছ গঠন করে।