আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
নিচের প্রশ্নগুলির উত্তর লেখ।
১.নিচের শব্দ গুলি সম্পর্কে একটি বাক্য লেখ -
ক) হোমো ইরেকটাস
খ) ভিম বেটকা
গ) সিটাডোল
উত্তর:
ক) হোমো ইরেকটাস:-
(i) হোমো ইরেকটাস প্রজাতির মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারতো।এরা দলবদ্ধ ভাবে
গুহায় থাকতো।হোমো ইরেকটাস প্রজাতির মানুষেরাই প্রথম আগুনের ব্যাবহার শিখেছিল।
খ)ভিম বেটকা:-
ভিম বেটকা মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত। ১৯৫৭ সালে ভীমবেটকা তে বেশকিছু গুহার
খোঁজ পাওয়া যায়। ওই গুহা গুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম যুগের মানুষেরা
থাকতো। গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে।
গ) সিটাডোল:-
হরপ্পার নগর গুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা
ছিল। শহরে একটি উঁচু এলাকা থাকত। প্রত্নতাত্ত্বিকেরা একে সিটাডোল বলত।
2. আদিম মানুষ যাযাবর ছিল - নিজের উত্তরের সপক্ষে তিনটি বাক্য লেখ।
- (i) আদিম মানুষ প্রথম দিকে কৃষিকাজ জানতো না। তাই আদিম মানুষ খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত।
- (ii) আদিম মানুষদের নিজস্ব কোন বাসস্থান ছিল না তাই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো।
- (iii) আদিম মানুষ নিজের খাবারের যোগানের জন্য ও তাদের পালিত পশুদের খাবার জোগানোর জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত।
৩.উপযুক্ত তথ্য দিয়ে দুটি সভ্যতার মধ্যে তুলনমূলক আলোচনা করো -
মেহের গড় সভ্যতা | হরপ্পা সভ্যতা | |
---|---|---|
অবস্থান | পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। | উত্তরে জম্মুর মান্ডা থেকে দক্ষিণে গুজরাট ও কচ্ছ অঞ্চল, পশ্চিমে পাকিস্তানে বেলুচিস্তান ও পূর্ব দিকে আলমগির পর্যন্ত বিস্তৃত ছিল। |
সময়কাল | খ্রিস্টপূর্ব ৭০০০-৩৮০০ অব্দ পর্যন্ত। | খ্রিস্টপূর্ব ৩০০০-১৫০০ অব্দ পর্যন্ত। |
বৈশিষ্ট্য | (i) মেহের গড় সভ্যতার মানুষ ধাতুর ব্যাবহার জানত না।(ii) মেহের গড় সভ্যতার মানুষ কৃষিকাজ করতে জানত। | (i) হরপ্পা সভ্যতা কে তমা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়।(ii) হরপ্পা একটি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। |