Class 8 Bengali Model Activity Task Part 6 | September Activity Task | wbbse | বন্যার প্রকোপ এ গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে নদীর পার গুলি স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি
1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
1.1. তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও কার পাশে দাঁড়ানোর আহ্বান ?
কবি শক্তি চট্টোপাধ্যায় দাড়াও কবিতায় বিবেকবান মানুষকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন সমগ্র পৃথিবী স্বার্থপর মনুষত্বহীন মানুষের ভরে গিয়েছে তাদের লোভের শিকার অসংখ্য মানুষ সারাদিন মাপনের গ্রানি নিয়ে কোনোরকম দুঃখে দিক গন্তব্যহীন এর মত টিকে আছে সেইসব আর্তপীড়িত মানুষদের পাশে হৃদয়বান মানুষকে দাঁড়াতে অনুরোধ করেছেন |1.2. রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি উত্তর চাষিরা কি বলেছিল ?
ছোট বাবু রমেশের কাছে হঠাৎ কুড়ি জন কৃষকের সে তাদের কষ্টে কাঁদতে লাগল তাদের কান্না শুনে রমেশবাবু জিজ্ঞাসা করেছিলো ব্যাপারটি কি করে চাষিরা ছোট বাবুকে জানিয়েছিল 100 বিঘা জলে ডুবে গেছে জল বার না করলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে গ্রামের একটাও পরিবার খেতে পাবে না|1.3. একটা স্ফুলিঙ্গ হীন ভারতের স্তুপ কাদের দেখে কথা মনে হয় ?
কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতা পাড়া রাস্তার মোড়ে আড্ডা দেওয়া একগুচ্ছ যুবকের কাহিনী দেখতে পায় তাদের মধ্যে কাজের শক্তি থাকলেও তা নিভিয়ে আছে রাস্তায় আড্ডা দেওয়া ওই যুবক দলকে দেখে কোভিদ ভিজে ভারতের বলে মনে হয়েছে ।
1.4. গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র লেখক এমন মন্তব্যের কারন কি ?
গাছের জীবন মানুষের জীবনের তুলনা প্রসঙ্গে লেখক আলোচ্য কথাটি বলেছেন মানুষের মতোই গাছ খাওয়া-দাওয়া করে দিন দিন বড় হয় না না কষ্ট দুঃখ তাদের মধ্যেও দেখা যায় মানুষের যেমন বহু ভালো-মন্দ গুন আছে গাছের ও তাই বড় গাছ শিশুর প্রাণ রক্ষা করে ইত্যাদি বহু মিল এসব কারণের জন্য গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র বলেছেন ।1.5 তবু নেই সে তো নেই নেইরে কিনা থাকার যন্ত্রণা উক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে ?
হাওয়ার গান কবিতায় কবি হাওয়াদের নিজের নির্দিষ্ট বাসস্থান খুঁজতে প্রয়াসী হয়েছেন নানা স্থান খুঁজেও কবি তাদের স্থির বস স্থান পাননি । হাওয়াদের চিরস্থায়ী বাসস্থান না থাকার আক্ষেপ করে কবি উক্ত কথাটি বলেছেন । উদ্ধৃতি দিতে হাওয়ার নিজস্ব বাসভূমি না থাকার মন্দনা চিত্র ফুটে উঠেছে ।1.6 ছন্দহীন বুনো চালতার . .বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন ?
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ পাড়াগাঁর দু পহর ভালোবাসি কবিতায় দ্বিতীয় স্থান জানিয়েছেন প্রাচীন বুনো চালতার গাছ বহুদিন ধরে একই রকম স্থির অবস্থায় তার সাগরে বিরাজমান বহুদিন কোন চাঞ্চল্য লক্ষ করা যায়নি তাই এই প্রসঙ্গে কবির মনে হয়েছে চালতার এইরূপ জীবনধারণ মেন ছন্দহীন।2.নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
2.1. দাঁড়াও কবিতার ভাববস্তু আলোচনা করো ।
কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত ধারাও কবিতাটি যথেষ্ট ভাবার্থ কবিতায় কবিতায় প্রধান ভাববস্তু হলো নানা কারণে দুঃখ কষ্টে মানুষ ক্রমশই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার জীবনে দুঃখ দুর্দশার কথা শুনবার মতো কেউ বর্তমানে নেই এই একাকী নিঃসঙ্গ মানুষের পাশে দাঁড়ানো সবথেকে বড় প্রয়োজন কবিতার প্রতি এই ভাবনাটি পাওয়া যায়-- মানুষ বড় একলা তুমি তার পাশে দাঁড়াও কবিতার প্রতিটি পঙক্তি মেন ধ্রুবক এর মত এই ভাবনা বহন করেছে এবং পাঠক হৃদয়ে এই ভাবনার আবেগ সঞ্চারিত হয়েছে।2.2. রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল রমেশ এর বিস্ময়ের কারণ কি ?
চাষীদের 100 বিঘের ধান ক্ষেতের মধ্যে জল প্রবেশ করেছে জল বের না করলে সমগ্র গ্রাম অনাহারে থাকবে এ কথা জানতে পেরে ছোট বাবু রমেশ চাষীদের এর কাছে দক্ষিণের বাদ কাটার অনুরোধ জানায় সেই মাঠ সংলগ্ন জমিতে মাছ চাষ করে ছিল বাঁধ কাটলে সব মাছ ভেসে যাবে ।রমা সুস্থভাবে জানাই চাষীদের জন্য সে 200-300 টাকার ক্ষতি করতে পারবে না । আমার কাছে এমন অমানবিক উত্তর রমেশ আশা করেনি তাই রমার মুখে এই কথা শুনে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গিয়েছিল ।
2.3. 'আমি নেমে পড়লাম তাড়াতাড়ি' কথক কোথা থেকে কেন নেমে পড়েছিলেন ?
ছন্নছাড়া কবিতায় কত কোন এক জরুরী দরকারে ট্যাক্সি করে যাচ্ছিলেন তিনি গন্তব্য যাওয়ার জন্য শর্টকাট রাস্তা হিসাবে ড্রাইভারকে বিশেষ সামনের রাস্তা দিয়ে নির্বাচনের কথা বলেন আমি রাস্তাতে গাড়ি নিয়ে যেতে রাজি ছিল না কারণ স্বরূপ বলে কিছু যুবক লিফট চেয়ে বিরক্ত করে। ট্যাক্সি যখন রাস্তার মোড়ে এসে উপস্থিত হয় এমন সময় ছোকরা ট্যাক্সিতে উঠে বলে দুর্ঘটনাগ্রস্ত এক ভিখারীর রক্ত মাংস দলা পাকানো শরীর ট্যাক্সিতে ওঠান সেই ভিখারীর শরীরের রক্ত দাগ লেগে ছিল শীর্ণতা, ভব্যতা যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে লেখক ট্যাক্সি থেকে নেমে পড়েছিলেন !2.4. জীবনের ধর্ম গাছের কথা রচনায় কিভাবে ব্যক্ত হয়েছে ?
বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু গাছের কথা রচনাটিতে খুব প্রভাবে গাছের জীবন প্রণালী ব্যাখ্যাও দিয়েছেন সেই প্রসঙ্গে এসে পড়েছে জীবনের ধর্ম সম্পর্কে বিবরণ লেখক বলেছেন গাছের শুকনো দয়াল দেখে বোঝা যায় না সেই ডাল একদিন ফুল-ফল পাতায় সবুজ ছিল কিছুদিন পরে সেই শুকনো গাছের ডালের চিহ্ন থাকে না একটি সবুজ প্রাঞ্জল গাছের সাথে ওই ডালটির তফাৎ আছে একটি ক্রমাগত বেড়ে চলেছে অন্যটি গতি স্তব্ধ জীবনের ধর্ম চলতে থাকা শুকনো গাছের ডাল যখন স্তব্ধ তখন তার ক্ষয় হওয়ার পালা এই ভাবেই লেখক সবুজতা জীবিত থেকে জীবনের অন্তিম কালের সুন্দর ধর্ম ব্যাখ্যা করেছেন ।2.5. ' কি করে বুঝবো আসলে কি করতে হবে ' উদ্ধৃতিতে আলোকে 'বুকু' চরিত্রটির অসহায়তার স্বরূপ উদঘাটন করো ?
বাড়িতে অতিথি এলে তাদের সাথে কেমন ভাবে ব্যবহার করতে হবে তা সম্পর্কে বুকুর কোনো ধারণা নেই । মা-বাবা আর শেখানো কথা মতোই বুকু ব্যবহার করতে চাই এবং অজান্তে সবার অপমানের কারণ হয়ে যায় গল্পের বুবু চরিত্রটি সত্যিই অসহায় । মা বাবার কথা মত সত্য কথা বলবে এই উপদেশ ছোট ছেলেটি অবনত মস্তকে ধারণ করে কোথাও কোন কথা বলা উচিত আর কোথায় বলা উচিত নয় বুকু স্বাভাবিকভাবে তা বুঝতে পারেনি গল্পের শেষে বুকে আমরা যেভাবে মার খেতে দেখি তাতে সত্যিই অনেক অসহায় তার পরিচয় দিয়েছে সে প্রকৃতপক্ষেই অসহায় কারণ হাজার জটিলতার মাঝে কিভাবে গুছিয়ে নিতে হয় তা সে বুঝতে পারেনি ।2.6. আজ সকালে মনে পড়ল একটি গল্প গল্প টি বিবৃত করো ?
নাটকের মহারাজার নিমন্ত্রনে অবনীন্দ্রনাথ তার কাকা রবীন্দ্রনাথ আরো অনেকে মিলে গিয়েছিলেন সেখানে বাংলা ভাষার প্রচলন উদ্দেশ্যে একটি প্রাদেশিক সম্মেলন ছিল ট্রেন থেকে হাজার জাহাজ করে রওনা । খাওয়া-দাওয়া থেকে শুরু করে থাকা সব কিছুতেই নাটকের রাজার এলাহী আয়োজন ছিল এরপর শুরু হল সম্মেলন ছেলেমানুষ রবিকাকার দলে সবাই বাংলা ভাষায় সম্মেলনে দুই দলের নেতারা ইংরেজি বক্তৃতা দিলেও তা অনেকেই প্রত্যাখ্যান করেন পরিশেষে লালমোহন ঘোষের বক্তৃতা দিয়ে বাংলা ভাষার লড়াই প্রাথমিকভাবে শেষ হয় ।3.
3.1. নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যের একটি উদাহরণ দাও
নির্দেশক বাক্যের একটি উদাহরণ হল 'এবার আমি কলেজ যাচ্ছি'3.2. শূন্যস্থান পূরণ করো | আবেগ সূচক বাক্য |
আনন্দ - ফার্স্ট হয়েছ,মিষ্টি খাওয়াও
বিস্ময় - তোমাকে অবহেলা, ভাবাই যায় না !
উচ্ছ্বাস - স্নেহে আমার হৃদয় গলে যাচ্ছে !
ঘৃণা - ছি ছি একি করিলে তুমি !
3.3. উদাহরণ দাও :
ক্রিয়াবাচক বিশেষ্য- খেলা
সাপেক্ষ বাচক সর্বনাম -যে কৃষ্ণ সেই শ্যাম
সর্বনামের বিশেষণ -সক্রিয় ,মূর্খ
আলংকারিক অব্যয় -গরিবের আবার রাতদিন
অসমাপিকা ক্রিয়া - আমি বই পড়ে
3.4. কাঁচা ও বসা এই দুটি শব্দ নিয়ে ৫ টি করে বাক্য রচনা করো|
1 তুমি পড়াশোনা তে খুবই কাঁচা- অপুট্ত্যার্থে2 আজকে কাঁচা আম খাব- অপককথা ত্যার্থে
3 তুমি বড় কাঁচা কাজ করেছো -অদক্ষতাত্যার্থে
4 তোমাদের এখন কাঁচা বয়স অল্পত্যার্থে
5 আমি কাঁচা হলুদ রংয়ের জামা পরি -মৃদুতাত্যার্থে
6 তুমি বাক্সটা মাটিতে বসাও - বসানোত্যার্থে
7 তোমার কথা শুনে আমি একহাত বসে গেলাম -দুঃখ প্রকাশত্যার্থে
8 আমার ব্যবসাটা অনেকটা বসে গেছে এখন- অচলত্যার্থে
9 মন্দিরের দরজা আজ বসানো হলো- স্থাপিত ত্যার্থে
10 তার মুখটা মায়ের মত আর নাকটা বসা -অপ্রকাশত্যার্থে
4. বন্যার প্রকোপ এ গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে নদীর পার গুলি স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি|
মাননীয় সম্পাদক মহাশয়বর্তমান পত্রিকা
কলকাতা
পশ্চিমবঙ্গ
700105
পোস্ট : খড়গপুর
জেলা : পশ্চিম মেদিনীপুর
সবিনয় নিবেদন,
আমি পশ্চিম মেদিনীপুর জেলার একটি অত্যন্ত প্রান্তিক গ্রামের বাসিন্দা আমাদের গ্রামের পার্শ্ববর্তী এলাকায় প্রবাহমান একটি সুবিশাল নদী রয়েছে নদীটির নাম কংসাবতী প্রতিবছর বর্ষাকালে প্রবল বর্ষণের কারণে ওই নদী বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করে কাঁচা মাটির নির্মিত এই কারণে নদীর দুই পাড় কাঁচামাটির নির্মিত সেই কারণে প্রবল জলোচ্ছাসে নদীর জল ও কলিকাতা পাড়ের দু'পাশের প্রায় 200 বিঘা কৃষিজমি কে নষ্ট করে পাকা কংক্রিট বাঁধ নির্মাণে আপনার সহযোগিতা একান্ত কামনা করি আপনার নিকট বিনীত অনুরোধ উক্ত ব্যক্তির জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব ।
ধন্যবাদ