আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
1. কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে কি বোঝায় ?
কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে বোঝায় যে 1 কুম্বল ধনাত্মক তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে x জুল পরিমাণ কার্য করতে হবে।
2.কোনো পরিবাহীর মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রন এর সংখ্যা নির্ণয় করো। (ইলেকট্রনের আধান 1.6×10^-19 কুলম্ব ধরে নাও )
উত্তর:
প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধান = তড়িৎ প্রবাহ ×সময়
=16×1 =16 কুলম্ব
1.6×10^-19 কুলম্ব তড়িৎ বহন করে 1 টি ইলেকট্রন
16 কুলম্ব তড়িৎ বহন করে 1×16/1.6×10^-19 =10^20
সুতরাং প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা =10^20টি।
3.কোনো কোষের তড়িৎ চালক বল (EMF)1.5 ভোল্ট বলতে কি বোঝায় ?
কোনো কোষের তড়িৎ চালক বল (EMF)1.5 ভোল্ট বলতে বোঝায় যে,মুক্ত বর্তনীতে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব ধনাত্মক আধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হবে।