Physical Science Model Activity Task Part 3 Class 10 | ওহমের সূত্রটির গাণিতিক রূপটি লেখো এবং লেখচিত্র অঙ্কন করো।

 আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।

1. কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে কি বোঝায় ?

কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে বোঝায় যে 1 কুম্বল ধনাত্মক তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে x জুল পরিমাণ কার্য করতে হবে।

2.কোনো পরিবাহীর মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রন এর সংখ্যা নির্ণয় করো। (ইলেকট্রনের আধান 1.6×10^-19 কুলম্ব ধরে নাও )

উত্তর:

প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধান = তড়িৎ প্রবাহ ×সময়

                                                              =16×1 =16 কুলম্ব 

1.6×10^-19 কুলম্ব তড়িৎ বহন করে 1 টি ইলেকট্রন

16 কুলম্ব তড়িৎ বহন করে 1×16/1.6×10^-19 =10^20

সুতরাং প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা =10^20টি।

3.কোনো কোষের তড়িৎ চালক বল (EMF)1.5 ভোল্ট বলতে কি বোঝায় ?

কোনো কোষের তড়িৎ চালক বল (EMF)1.5 ভোল্ট বলতে বোঝায় যে,মুক্ত বর্তনীতে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব ধনাত্মক আধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হবে।

4. ওহমের সূত্রটির গাণিতিক রূপটি লেখো এবং লেখচিত্র অঙ্কন করো।

ওহমের সূত্রটির গাণিতিক রূপটি লেখো এবং লেখচিত্র অঙ্কন করো।


Previous Post Next Post