Physical Science Model Activity Task Part 1 Class 10 | প্রধানত কী কী কারণে বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয় ?


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১.মাত্রীয় বিশ্লেষণ থেকে 'R' এর একক কী হওয়া উচিত তা নির্ণয় করো।

১.মাত্রীয় বিশ্লেষণ থেকে 'R' এর একক কী হওয়া উচিত তা নির্ণয় করো।


২.STP তে একটি গ্যাসের 112mL আয়তনের ভর 0.22g। ঐ নমুনায় কটি অনু আছে ? গ্যাস টির মোলার ভর কত ?

STP তে একটি গ্যাসের 112mL আয়তনের ভর 0.22g। ঐ নমুনায় কটি অনু আছে ? গ্যাস টির মোলার ভর কত ?

৩.প্রধানত কী কী কারণে বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয় ?

বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুত  হওয়ার কারণ :

i)আদর্শ গ্যাস অনুগুলিকে বিন্দুরুপে কল্পনা করা হয়,তাই আদর্শ গ্যাসের অনুগুলির আয়তন কে নগণ্য ধরা হয়। কিন্তূ বাস্তব গ্যাস গুলির অনুগুলি অতি ক্ষুদ্র হলেও তাদের একটি নির্দিষ্ট আয়তন আছে ।বাস্তব গ্যাসের অনুগুলির অবাধ বিচরণের জন্য কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছু কম হয়।

ii) গ্যাসীয় গতীয় তত্বানুসারে আদর্শ গ্যাসের আনুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। কিন্তূ বাস্তব গ্যাসগুলির মধ্যে আকর্ষণ ও বিকর্ষন বল ক্রিয়া করে।তাই আদর্শ গ্যাসের অনুগুলি পাত্রের দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দিতে পারে বাস্তব গ্যাসের অনুগুলি তা পারে না ।

৪.দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন ?বিবর্ধক কাচ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্স সাপেক্ষ কোথায় রাখতে হবে ?

দিনের বেলায় আকাশকে নীল দেখায় কারণ :

বায়ুমন্ডলের ভাসমান ধূলিকণা,বায়ুকনার দ্বারা সূর্যের আলোর বিক্ষেপন হয় ।এই বিক্ষেপন এর জন্য আকাশকে নীল দেখায়।যেহেতু বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্য এর চতুর্থ ঘাতের ব্যস্তুনুপাতিক ,তাই সূর্যালোকের বেগুনি ও নীল বর্ণের আলোকরশ্মি লাল বর্ণের রশ্নিগুলো অপেক্ষা বেশি বিক্ষিপ্ত হয়। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল বর্ণের আলোর প্রতি বেশি সংবেদনশীল ।তাই আমরা আকাশকে নীল দেখি।

বিবর্ধক কাচ রূপে ব্যবহার করতে বস্তুকে উত্তল লেন্সের আলোককেন্দ্রে ও মুখ্য ফোকাসের মধ্যে রাখতে হবে।

৫.পর্যায়সারণিতে গ্রুপ 1 ভুক্ত মৌলদের ' ক্ষার ধাতু ' বলা হয় কেন ?একটি ইউরেনিয়াম উত্তর মৌলের চিহ্ন লেখো।

উত্তর : পর্যায়সারণিতে গ্রুপ 1 ভুক্ত মৌলদের ' ক্ষার ধাতু ' বলা হয় কারণ :

এরা অক্সিজেনে ও জলের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে যেসব অক্সাইড ও হাউড্রক্সাইড যৌগ উৎপন্ন করে তাদের তীব্র ক্ষারীয় ধর্ম আছে।

2Na+O2 = Na2O (তীব্র ক্ষরীয় অক্সাইড)

Na2O +H2O = 2NaOH (তীব্র ক্ষার )


একটি ইউরেনিয়াম মৌলের চিহ্ন Np (নেপচুনিযাম )

Previous Post Next Post