WB Madhyamik Life Science Fifth Chapter Suggestion 2021 | মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিবেশ ও সম্পদ এবং তাদের সংরক্ষণ সাজেশন 2021

 

WB Madhyamik Life Science Fifth Chapter Suggestion 2021 | মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিবেশ ও সম্পদ এবং তাদের সংরক্ষণ সাজেশন 2021 

WB Madhyamik Life Science Fifth Chapter Suggestion 2021 | মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিবেশ ও সম্পদ এবং তাদের সংরক্ষণ সাজেশন 2021 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো । আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

WB Madhyamik Life Science Fifth Chapter Suggestion 2021 | মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিবেশ ও সম্পদ এবং তাদের সংরক্ষণ সাজেশন 2021


পঞ্চম অধ্যায়:পরিবেশ ও সম্পদ এবং তাদের সংরক্ষণ


1. একটি নাইট্রোজেন স্থিতিকারী মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম লেখ।

রাইজোবিয়াম।

2. সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কটি ?

34টি।

3. ভারতের সবচেয়ে অধিক জীব-বৈচিত্র যুক্ত অঞ্চল টির নাম কি ?

পশ্চিমঘাট পর্বতমালা।

4. নাইট্রোজেন স্থিতিকারী একটি স্বাধীনজিবি ব্যাকটেরিয়ার নাম লেখ।

অ্যাজাটোব্যাকটর ।

5. ভারতের সর্বপ্রথম জাতীয় পার্ক কোনটি ?

জিম করবেট ন্যাশনাল পার্ক।

6. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ দাও।

নাইট্রোব্যাকটর ।

7. নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবালের নাম লেখ।

অ্যানাবিনা।

8. রেড পান্ডা কোথায় সংরক্ষণ করা হয় ?

সিকিম ও অরুণাচলে।

9. অ্যাসিড বৃষ্টিতে থাকে এমন দুটি অ্যাসিডের নাম লেখ।

নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড।

10. ভারতবর্ষের একটি বহিরাগত প্রজাতি হলো- তেলাপিয়া।

সত্য।

11. মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুর নাম লেখ।

পারদ।


12. ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটির নাম কি ?

ইটাই-ইটাই ।

13. আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয় ?

ব্ল্যাকফুট।

14. এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ দাও।

ক্রায়োসংরক্ষণ।

15. SPM কি?

বাতাসে ভাসমান ধোয়া, ছাই, ধূলিকণা,রেনু ইত্যাদির সুক্ষ কনা কে একত্রে SPM বলে।

16. দুটি জাতীয় উদ্যানের নাম লেখ।

কর্বেট ও গরুমারা।

17. ক্লোরোসিস রোগ সৃষ্টিকারী বায়ুদূষক গ্যাসটির নাম কি ?

হাইড্রোজেন ফ্লুরাইড।

18.JFM প্রকল্পটি প্রথম চালু হয় কোথায় ?

পশ্চিমবঙ্গে।

19. এমফাইসেমা নামক রোগটি মূলত কি কারনে হয় ?

ধূমপান।

20. প্রজেক্ট টাইগার চালু হয় কত সালে ?

1973 সালে।

21. একটি গৌণ বায়ু দূষক হল______

PNA


22. কোন তারিখ জীব বৈচিত্র দিবস হিসেবে পালিত হয় ?

22 মে।

23. জলাশয়ে পুষ্টি বস্তুর অতিবৃদ্ধি কে কি বলে ?

ইউট্রোফিকেশন।

24.জীব বৈচিত্রের সর্বাধিক প্রাচুর্য যুক্ত অঞ্চল কে কি বলা হয় ?

জীব বৈচিত্রের হটস্পট।

25. ধানক্ষেতে উৎপন্ন একটি দ্রাহ্য গ্রিন হাউস গ্যাসের নাম লেখ।

মিথেন।

26. পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ কি ?

সুন্দরবন।

27. শব্দের তীব্রতা পরিমাপক এককের নাম কি ?

ডেসিবল ।

28. সুন্দরবন কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত ?

রয়েল বেঙ্গল টাইগার।

29.SPM এর পুরো নাম কি ?

সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার ।

30. জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত ?

একশৃঙ্গ গন্ডার।

31. প্রাকৃতিক বৃক্ষ কাকে বলা হয় ?

জলাভূমিকে।


32. একটি সিংহ প্রকল্পের উদাহরণ দাও ?

গির জাতীয় উদ্যান।

33. পরাগরেণু মানুষের কোন রোগ সৃষ্টি করতে পারে ?

অ্যাজমা বা হাঁপানি ।

34. ভারতের জীব বৈচিত্রের হটস্পট এর সংখ্যা কয়টি ?

4টি।
Previous Post Next Post