WB Madhyamik Life Science Fifth Chapter Suggestion 2021 | মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিবেশ ও সম্পদ এবং তাদের সংরক্ষণ সাজেশন 2021
WB Madhyamik Life Science Fifth Chapter Suggestion 2021 | মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিবেশ ও সম্পদ এবং তাদের সংরক্ষণ সাজেশন 2021 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো । আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
পঞ্চম অধ্যায়:পরিবেশ ও সম্পদ এবং তাদের সংরক্ষণ
1. একটি নাইট্রোজেন স্থিতিকারী মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম লেখ।
রাইজোবিয়াম।2. সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কটি ?
34টি।3. ভারতের সবচেয়ে অধিক জীব-বৈচিত্র যুক্ত অঞ্চল টির নাম কি ?
পশ্চিমঘাট পর্বতমালা।4. নাইট্রোজেন স্থিতিকারী একটি স্বাধীনজিবি ব্যাকটেরিয়ার নাম লেখ।
অ্যাজাটোব্যাকটর ।5. ভারতের সর্বপ্রথম জাতীয় পার্ক কোনটি ?
জিম করবেট ন্যাশনাল পার্ক।6. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ দাও।
নাইট্রোব্যাকটর ।7. নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবালের নাম লেখ।
অ্যানাবিনা।8. রেড পান্ডা কোথায় সংরক্ষণ করা হয় ?
সিকিম ও অরুণাচলে।9. অ্যাসিড বৃষ্টিতে থাকে এমন দুটি অ্যাসিডের নাম লেখ।
নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড।10. ভারতবর্ষের একটি বহিরাগত প্রজাতি হলো- তেলাপিয়া।
সত্য।11. মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুর নাম লেখ।
পারদ।
12. ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটির নাম কি ?
ইটাই-ইটাই ।13. আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয় ?
ব্ল্যাকফুট। 14. এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ দাও।
ক্রায়োসংরক্ষণ।15. SPM কি?
বাতাসে ভাসমান ধোয়া, ছাই, ধূলিকণা,রেনু ইত্যাদির সুক্ষ কনা কে একত্রে SPM বলে।16. দুটি জাতীয় উদ্যানের নাম লেখ।
কর্বেট ও গরুমারা।17. ক্লোরোসিস রোগ সৃষ্টিকারী বায়ুদূষক গ্যাসটির নাম কি ?
হাইড্রোজেন ফ্লুরাইড।18.JFM প্রকল্পটি প্রথম চালু হয় কোথায় ?
পশ্চিমবঙ্গে।19. এমফাইসেমা নামক রোগটি মূলত কি কারনে হয় ?
ধূমপান।20. প্রজেক্ট টাইগার চালু হয় কত সালে ?
1973 সালে।21. একটি গৌণ বায়ু দূষক হল______
PNA
22. কোন তারিখ জীব বৈচিত্র দিবস হিসেবে পালিত হয় ?
22 মে।23. জলাশয়ে পুষ্টি বস্তুর অতিবৃদ্ধি কে কি বলে ?
ইউট্রোফিকেশন।24.জীব বৈচিত্রের সর্বাধিক প্রাচুর্য যুক্ত অঞ্চল কে কি বলা হয় ?
জীব বৈচিত্রের হটস্পট।25. ধানক্ষেতে উৎপন্ন একটি দ্রাহ্য গ্রিন হাউস গ্যাসের নাম লেখ।
মিথেন।26. পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ কি ?
সুন্দরবন।27. শব্দের তীব্রতা পরিমাপক এককের নাম কি ?
ডেসিবল ।28. সুন্দরবন কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত ?
রয়েল বেঙ্গল টাইগার।29.SPM এর পুরো নাম কি ?
সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার ।30. জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত ?
একশৃঙ্গ গন্ডার।31. প্রাকৃতিক বৃক্ষ কাকে বলা হয় ?
জলাভূমিকে।
32. একটি সিংহ প্রকল্পের উদাহরণ দাও ?
গির জাতীয় উদ্যান।33. পরাগরেণু মানুষের কোন রোগ সৃষ্টি করতে পারে ?
অ্যাজমা বা হাঁপানি ।34. ভারতের জীব বৈচিত্রের হটস্পট এর সংখ্যা কয়টি ?
4টি।