WB Madhyamik Physical Science First Chapter Suggestion 2021 | মাধ্যমিক সাজেশন ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা
WB Madhyamik Physical Science First Chapter Suggestion 2021 | মাধ্যমিক সাজেশন ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো । আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
প্রথম অধ্যায়: পরিবেশের জন্য ভাবনা
1. বায়ুমন্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি ?
ট্রপোস্ফিয়ার।
2. বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় ?
থার্মোস্ফিয়ারে।
3. ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে ?
কমে।4. প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা কত ডিগ্রী সেন্টিগ্রেড করে কমে ?
6.5⁰ C5. বায়ুমন্ডলের কোন স্তরে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ?
ট্রপোস্ফিয়ার।6. বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায় ?
স্ট্রাটোস্ফিয়ার।7. নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তার কতখানি ?
16-18 কিমি।8. ওজোন স্তর ধ্বংসের ফলে চামড়ার কি রোগ হতে পারে ?
ক্যান্সার।9. ভ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।
মেরু অঞ্চলের বরফের স্তুপ গলে যাওয়া।10. একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখ।
মিথেন।11. নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখ যা O3 স্তর ধ্বংসে সহায়তা করে ?
নাইট্রিক অক্সাইড।12. ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাস কে অক্সিজেনে বিয়োজিত করে দেয় ?
ক্লোরিন পরমাণু।13. বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে ?
CFC14. ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপাতন প্রতিহত করে ?
UV রশ্মি।15. ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে কোন গ্যাস ?
Ch416. জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস আসলে কি ?
Ch417. উষ্ণতা বৃদ্ধিতে প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি ?
কার্বন ডাই অক্সাইড।18. কোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে ?
ওজনস্ফিয়ার ।19. একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখ।
কয়লা।
20.LPG এর মূল উপাদান কি ?
বিউটিন।21.CNG এর মূল উপাদান কি ?
মিথেন।22. দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখ।
সৌরশক্তি ও জোয়ার ভাটা শক্তি।23.একটি পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখ ?
ভূতাপ শক্তি।
24. বায়োগ্যাসের মূল উপাদান কি ?
মিথেন।25. বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাস কে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা ?
মিথানোজেনিক ব্যাকটেরিয়া।26. বায়োগ্যাস এর একটি ব্যবহার উল্লেখ করো।
রান্নার কাজে ব্যবহার করা হয়।27. তুষার জ্বালানি কাকে বলে ?
মিথেন হাইড্রেট কে তুষার জ্বালানি বা ফায়ার আইস বলা হয়।২৮. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?
মেসোস্ফিয়ার।২৯. অপ্রচলিত বা বিকল্প শক্তির দুটি উৎসের নাম লেখো।
জোয়ার ভাটা শক্তি,বায়ু শক্তি ,সৌর শক্তি।৩০.বায়ুমণ্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় ?
ট্রপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার।৩১.ডিজেল,পেট্রোল,কেরোসিন এর মধ্যে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি ?
কেরোসিনের।৩২.একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো ?
কেরোসিন,পেট্রোল ও ডিজেল ইত্যাদি।৩৩. জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয় ?
কার্বন ডাই অক্সাইড।৩৪. পাওয়ার অ্যালকোহল কি ?
ইথানল কে অন্যান্য রাসায়নিক পদার্থ সহযোগে গাড়ির ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করলে তাকে পাওয়ার আল্যাকোহল বলে।৩৫.বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
থার্মোস্ফিয়ার বা আয়োনস্ফিয়ার।৩৬. বায়োগ্যাসের মূল উপাদান কি ?
মিথেন।৩৭. পুনর্নবীকরণ যোগ্য শক্তি বলতে কি বোঝ ?
জোয়ার ভাটা শক্তি,বায়ু শক্তি,সৌরশক্তি ইত্যাদি।৩৮. সৌরকোষে ব্যাবহৃত অর্ধপরিবাহীর নাম কি ?
সিলিকন।৩৯.' ঘন মণ্ডল ' বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয় ?
ট্রপস্ফিয়ার স্তরকে।৪০.ট্রপস্ফিয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
Tesserece de Bort .৪১.ট্রপস্ফিয়ার শব্দটির অর্থ কি ?
মিশ্রিত অঞ্চল।৪২.LPG এর তপন মূল্য কত ?
28000 (২৮০০০) Kcal/m³৪৫. ওজন গহব্বর সর্বপ্রথম কে লক্ষ্য করেন ?
জো ফোরম্যান।৪৬.সৌর ধ্রুবকের মান কত ?
1.4KW/m²৪৭. বায়োগ্যাসের ব্যবহার লেখো ?
- a.বায়োগ্যাস জ্বালানিরুপে ও আলো জ্বালানোর কাজে ব্যবহৃত হয়।
- b.এই গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়।
৪৮. কোনো জ্বালানির তাপণ মূল্য বলতে কি বোঝায় ?এর একক লেখো ?
কোনো জ্বালানির তাপন মূল্য বলতে বোঝায় প্রতি কেজি ভরের কঠিন বা তরল জ্বালানির অথবা S.T.P তে প্রতি ঘনমিটার আয়তনের গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয়এর একক হল কিলোজুল / কেজি (KJ/Kg)