ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির নীতি ও কর্মপন্থা আলোচনা করো

 আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন ।লিংক নীচে দেওয়া আছে।

ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির নীতি ও কর্মপন্থা আলোচনা করো


ভূমিকা : ইতালির ঐক্য আন্দোলনের পিছনে কার্বনারীর মতো বিভিন্ন গুপ্ত সমিতি, বিভিন্ন দেশ প্রেমিক ও পিডমন্ট সার্ডিনিয়ার মতো ইটালির বিভিন্ন রাজ্যের বিশেষ অবদান ছিল। ইটালীয় দেশপ্রেমিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জোসেফ ম্যাৎসিনি ।


দেশ প্রেমিক ম্যাৎসিনি জীবনের মূল উদ্দেশ্য ছিল ইতালির স্বাধীনতা অর্জন ও ঐক্য। তার আদর্শ উদ্দেশ্য গুলি হল -


i) জনশক্তি - যদিও তিনি প্রাথমিক দিকে তিনি কর্বনারির সভ্য হয়েছিলেন, কিন্তু একথা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ষড়যন্ত্র দ্বারা স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। তাঁর মতে সমবেত শক্তির মধ্যে বিপ্লবের সফলতা অর্জন করা সম্ভব।

ii) অস্ট্রিয়ার অধিপত্য : তিনি স্পষ্ট ভাবে ঘোষনা করেছিলেন যে দেশের ঐক্য ও অগ্রগতির জন্য প্রথম কর্তব্য হচ্ছে অস্ট্রিয়ার অধিপত্য অবসান ঘটানো এবং অবসম্ভাবি যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া।

iii) যুব শক্তির ওপর গুরুত্ব : তিনি ইতালির যুবশক্তিকে আত্মনির্ভরশীল হবার এবং নিজ শক্তি দ্বারা অস্ট্রিয়াকে বিতাড়িত করার দিকে গুরুত্ব দেন। পরমুখাপেক্ষী হওয়া তার নীতিবিরুদ্ধ ছিল, তিনি বিশ্বাস করতেন যে নিজ শক্তির ওপর নির্ভর করেই এই কর্তব্য সম্পাদন করা যায়।

iv) প্রজাতান্ত্রিক আদর্শ : মুৎসিনির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল প্রজাতন্ত্রী । তিনি রাজতন্ত্র বা স্বৈরতন্ত্রের বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন স্বাধীনতা বা গণতন্ত্রের সমর্থক।

ম্যাৎসিনীর কর্মপন্থা :


i) ইয়ং ইতালি প্রতিষ্ঠা :

ইতালিতে যুবশক্তির উন্মেষ ও গণজাগরণ ঘটনার উদ্দেশ্যে ম্যাৎসিনি ১৮৩২ খ্রিস্টাব্দে নব্য ইতালি নামক একটি জাতীয়তাবাদী যুব সংগঠন প্রতিষ্ঠা করেন । 40 বছরের নিচে স্বদেশ ভুক্ত ইতালিবাসিরাই কেবল এর সদস্য হতে পারবেন ।

ii) ইতালির বিস্তার :

১৮৩৩ খ্রিস্টাব্দে নাগাদ এই ইয়ং ইতালি দলের সদস্য সংখ্যা দাঁড়ায় ৬০০০০ এ । শরীরচর্চা, অস্ত্রশিক্ষা, প্রভৃতির মাধ্যমে এই সংগঠনের স্বাধীনতার আদর্শ দীক্ষিত করা হয়। এই দলের যে পতাকা ছিল তার এক দিকে লেখা ছিল "স্বাধীনতা ও ঐক্য" এবং অন্যদিকে লেখা ছিল "গণতন্ত্র, সাম্য ও মানবতা"।


iii) ম্যাৎসিনী আন্দোলনে ব্যর্থতা :

ম্যাৎসিনি নেতৃত্বে পরিচিত ইতালির ঐক্য আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়, এর ব্যর্থতার প্রধান কারণ গুলি হল -

  • ক) আদর্শবাদী মেশিনের মধ্যে বাস্তববাদী নেতার গুনগান না থাকার ফলে তিনি পরিস্থিতিকে নিজের আয়ত্বে আনতে পারেননি।

  • খ) প্রজাতন্ত্রে বিশ্বাসী হওয়ার ফলে রাজতন্ত্রের সমর্থক দল সম্প্রদায় গুলি তাঁর বিরোধিতা করে।

  • গ) বৈদেশিক সাহায্য নীতি গ্রহণ না করে তিনি রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় দেন।

উপসংহার: সমস্ত ইতালিতে এক গভীর হতাশার মধ্যে ম্যাৎসিনি আশা ও অনুপ্রেরণার সঞ্চার করেছিলেন। তাঁর ব্যক্তিত্ব, আদর্শ, দেশাত্মবোধ, আত্মত্যাগ এবং সর্বোপরি তাঁর সাংগঠনিক শক্তি ইতালিকে স্বদেশ চেতনার উদ্বুদ্ধ করে নতুন পথে পরিচালিত করেছিল। ঐতিহাসিক সি. ডি যথার্থ বলেছেন যে ম্যাৎসিনি ছিলেন ইতালির পুনর্জাগরণের আধ্যাত্মিক নতুন ইতালির পথপ্রদর্শক।
Previous Post Next Post