আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন ।লিংক নীচে দেওয়া আছে।
ভূমিকা: বিশ্ব ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক ব্যাপক ও সর্বাত্মক যুদ্ধ। অস্ট্রিয়া কর্তিক সার্বিয়া আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয় এবং জার্মানির যুদ্ধবিরতি স্বাক্ষরের মাধ্যমে এই যুদ্ধ সমাপ্ত হয়।
প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ:
অস্ট্রিয়াসার্বিয়া যুদ্ধ ছিল ইউরোপের দুটি রাষ্ট্রের মধ্যে আঞ্চলিক যুদ্ধ, অচিরেই ইউরোপের দেশ গুলি একে অন্যের বিরুদ্ধে সংঘর্ষে নামে এবং যুদ্ধ সমগ্র মহাদেশে ছড়িয়ে পড়ে।
১. রুশ-জার্মান যুদ্ধ:
অস্ট্রিয়া সার্বিয়ার সংঘাতকে রুশ সরকার রাশিয়ার জাতীয় সম্মান পুনরুদ্ধারের সুযোগ বলে মনে করেছিল।অন্যদিকে অস্ট্রিয়া জার্মান সেনাবাহিনী সার্বিয়া অভিমুখে রওনা হলে রাশিয়া সৈন্য সমাবেশ করে এবং অস্ট্রিয়া সার্বিয়া যুদ্ধ রুশ-জার্মান যুদ্ধে পরিণত হয়।
২. ফ্রান্স জার্মান:
অস্ট্রিয়া সার্বিয়া সংকট ফ্রান্স মূলত রাশিয়ার মিত্রতাকে অক্ষত রাখা ও সেডানের যুদ্ধের গ্লান মুছে ফেলতে জার্মান বিরোধী নীতি গ্রহণ করে। রুশ ফরাসি মৈত্রী বন্ধনের শর্ত অনুসারে ফ্রান্স রাশিয়া সাহায্যে অগ্রসর হলে ফ্রান্স জার্মান যুদ্ধ শুরু হয়।
৩. ইংল্যান্ডের অংশগ্রহণ:
জার্মানি ফ্রান্সকে আক্রমণের জন্য বেলজিয়ামের ভেতর দিয়ে সৈন্য পরিচালনার সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতিতে ইংল্যান্ড বেলজিয়াম এ নিরপেক্ষতা রক্ষার উদ্দেশ্যে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
৪. রণাঙ্গন ও যুদ্ধে যোগদান:
প্রথম বিশ্বযুদ্ধের রণাঙ্গন ছিল দুটি যথা- পূর্ব রণাঙ্গন এবং পশ্চিম রণাঙ্গন। ১৯১৫ খ্রিস্টাব্দে ইতালি ত্রিশক্তি চুক্তি ত্যাগ করে মিত্রপক্ষে যোগদেন। পাশাপাশি জাপান মিত্রপক্ষে যোগদান করে।
প্রথম বিশ্বযুদ্ধের জয় পরাজয় :
১. ট্যালেন্ বর্গের যুদ্ধ :
১৯১৫ খ্রিস্টাব্দে রাশিয়া প্রুশিয়া আক্রমণ করতে এসে ট্যানেল বর্গের যুদ্ধে জার্মানির কাছে সম্পূর্ণরূপে পরাজিত হয়। এই বছরে সার্বিয়া অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়।
২. জুট ল্যান্ডের যুদ্ধ:
১৯১৬ খ্রিস্টাব্দে পূর্ব রণাঙ্গনে রাশিয়া অস্ট্রিয়ার সৈন্য বাহিনীকে পশ্চাদপসরণ বাধ্য করেছিল। আবার জুটল্যান্ডের নৌ যুদ্ধ ইংল্যান্ডের কাছে জার্মান বিপর্যস্ত হয়েছিল।
৩. মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান :
১৯১৭ খ্রিস্টাব্দে জার্মানির বিরুদ্ধে মিত্রপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের ফলে প্রথম বিশ্বযুদ্ধ চরিত্র পাল্টে যায় এবং উদ্ধগতি জার্মানির বিরুদ্ধে চলে যায়।
৪. জার্মানির পরাজয়:
১৯১৮ খ্রিস্টাব্দে জার্মানির সঙ্গে ব্রেস্ট লিটো ডেস্ক সন্ধির মাধ্যমে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে।অন্যদিকে অস্ট্রিয়া, তুরস্ক, বুলগেরিয়া,পরাস্ত হয়ে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে। বেশ কয়েকটি যুদ্ধে পরাজিত হয়ে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে।