আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন ।লিংক নীচে দেওয়া আছে।
Bangla model activity task class 6 part 1 2021 | বাংলা মডেল অ্যাকটিভিটি টাস্ক ক্লাস 6 পার্ট 1
নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১.'বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ ?'
- কে, কাকে একথা বলেছেন ? তাঁর একথা বলার কারণ কি ?
ক্লাস চলাকালীন শঙ্কর অন্যমনস্ক ছিল ।শিক্ষক মশাই বিভীষণ দাসের প্রশ্নে ঘাবড়ে যায় এবং কল্পনিক উত্তর দেয়।তখন মাষ্টারমশাই এই উক্তিটি করে । ২.'তাই তারা স্বভাবতই নীরব।'
-বক্তা কে ? কাদের সম্পর্কে, কেন তিনি একথা বলেছেন ?
পশু পাখির ভাষা প্রবন্ধে এই মন্তব্য করা হয়েছে। জঙ্গলের পশুদের নীরব থাকার কথা বলা হয়েছে। পোষা জন্তুরা চিৎকার করে কিন্তু বন্য জন্তুর নীরব থাকে কারণ তারা আত্মরক্ষার চিন্তা করে বেশি।৩.'বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস।' - কোন রচনার অংশ ? কাদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন ? তাঁর এমন মন্তব্যের কারন কি ?
গোপাল চন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পিকার পোকার সম্বন্ধে এই কথা বলা হয়েছে।ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরই যাতে সে খাবার পায় তার ব্যাবস্থা আগেই সে করে রাখে।এরপর সে আর তার বাসার বা বাচ্চার কোনো খবর রাখেনা।এজন্য এমন মন্তব্য।