Bangla model activity task class 6 part 2 | বাংলা মডেল অ্যাকটিভিটি টাস্ক ক্লাস 6 পার্ট 2

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন ।লিংক নীচে দেওয়া আছে।

 Bangla model activity task class 6 part 2 | বাংলা মডেল অ্যাকটিভিটি টাস্ক ক্লাস 6 পার্ট 2

Bangla model activity task class 6 part 2 | বাংলা মডেল অ্যাকটিভিটি টাস্ক ক্লাস 6 পার্ট 2



১.নিচের প্রশ্ন গুলির একটি বাক্যে উত্তর দাও।

১.১. ও তো পথিক জনের ছাতা - পথিক জনের ছাতাটি কী ?

আলোচ্য উক্তিটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুরে কবিতা থেকে নেওয়া হয়েছে কবিতাটিতে অশ্বত্থ গাছকে পথিক জনের বলা হয়েছে।

১.২. ' কী দেখেছিলে বাইরে ? '
এই প্রশ্নের উত্তরে শঙ্কর কী বলেছিল ?

মাষ্টারমশাই এর এই প্রশ্ন শুনে শঙ্কর ঘাবড়ে গেলো এবং বললো শঙ্খচিল দেখছিলাম মাস্টারমশাই।

১.৩. স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে।
কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে ?

আলোচ্য কবিতাটিতে পাইন গাছ আকাশে নয়ন তুলে বরফের রুপালি কাপড় পরে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে ।

১.৪.মন ভালো করা কবিতায় কবি রদ্দুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন ?

মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে মাছরাঙা গায়ের সঙ্গে তুলনা করেছেন।

১.৫. 'একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে,সেটি হচ্ছে,পশুদের ভাষার জ্ঞান। '
কে একথা বলেছেন ?

রিয়াবেন ক্যাস্টিং নামক একজন সাহেব একথা বলেছেন।

১.৬.ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং - এর নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছিল ?

কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতায় কবি যখন ঝির ঝির বৃষ্টির পর ভিজে ঘাসে পা দিয়েছেন তখন ই ঘাসফড়িং এর সাথে তার আত্মীয়তার শুরু হলো।

১.৭.কুমোরে পোকা কিভাবে মাকড়সার শিকার করে ?

কোন রকমের মাকড়সার একবার চোখে পড়লেই হল, ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে।কিন্তু কামড়ে ধরে।কিন্তু কামড়ে ধরে একেবারে মেরে ফেলে না।শরীরের হুল ফুটিয়ে এক রকম বিষ ঢেলে দেয়।একবার হুল ফুটিয়ে নিরস্ত হয় না।কোন কোন মাকড়সা কে ৫/৭ বার হুল ফুটিয়ে দেয়।মাকড়সা অসাড় হয়ে পড়লে তাকে কুটির মধ্যে নিয়ে আসে।এইভাবে কুমোরে পোকা মাকড়সা শিকার করে।

২.নিম্ন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও :

২.১.বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয়-
অত: + এব = অতএব / ছন্দ : + বন্ধ = ছন্দবদ্ধ /সর: +বতী = সরস্বতী। নি: + অবধি = নিরবধি


উত্তর - ছন্দবদ্ধ।

২.২.যেটি জোড় বাঁধা সাধিত শব্দ নয় - দয়াময় / দশানন /তেলেভাজা /সিংহাসন।


উত্তর - দয়াময়।

২.৩.বিসর্গসন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে এমন দুটি উদাহরণ দাও।

উত্তর -
নি: + আনন্দ = নিরানন্দ
চক্ষু: + রোগ = চক্ষুরোগ
Previous Post Next Post