Bangla Model Activity Task Class 7 Part 1 2021

 আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন ।লিংক নীচে দেওয়া আছে।

Bangla Model Activity Task Class 7 Part 1 2021

Bangla Model Activity Task Class 7 Part 1 2021


সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও

1.1. পদ্ম লেখা সহজ নয় পদ্ম শব্দটির সমার্থক শব্দটি হল গল্প/ কবিতা/ উপন্যাস/ প্রবন্ধ

উত্তর- কবিতা

1.2*মাইকেল মধুসূদন দত্তের রচনা হল কুসুমের মাস/ ঘুণপোকা/ শর্মিষ্ঠা / গীতর

উত্তর- শর্মিষ্ঠা

1.3. পাগলা গনেশ এর মতে পৃথিবীর বাঁচবার ওষুধ হল অক্সিজেন /গাছ /কবিতা /মৃত্যুঞ্জয় টনিক

উত্তর- কবিতা

1.4. একুশের তাৎপর্য নামক পাঠ্য টি একটি ছোট গল্প/ বড় গল্প/ প্রবন্ধ/ উপন্যাস এর অংশ

উত্তর -প্রবন্ধ

1.5. আবুল ফজলের মতে আমাদের জাতীয় সত্তা রূপ পায় ও গড়ে ওঠে বিশেষ একটা অঞ্চল / ভাষা /ধর্ম/ বর্ণ কে কেন্দ্র করে

উত্তর- ভাষা

2 একটি বাক্যে উত্তর দাও

আখড়াই গানের আদি পুরুষ কে ?

উত্তর -কুলুই চন্দ্র সেন

2.1.আবুল ফজল কোন গ্রন্থ রচনা আর জন্য আদমজী পুরস্কার লাভ করেন?

উত্তর- রেখাচিত্র গ্রন্থের জন্য

2.2. 'মাই নেটিভ ল্যান্ড গুডনাইট' উক্তিটি কার ?

উত্তর- লর্ড বায়রন এর উক্তি

2.3. পেঁপে পুতুল কিনতে কারা কালিয়ার বনে গেছিল ?

উত্তর- সৎ ও সোনা টিয়া গেছিল

3 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
নিম্নলিখিত শব্দের উৎস নির্ণয় করো
ক. তেতুল খ. তাজা গ. তারিখ ঘ.তোয়ালে


ক. তেতুল দেশি শব্দ

খ. তাজা ফারসি

গ. তারিখ আরবি শব্দ

ঘ. তোয়ালে পর্তুগিজ

শূন্যস্থান পূরণ করো

ক .______>সৎতার > সাতার
উত্তর- সন্তার

খ._____>খজ্জ >খাজা
উত্তর-খাদ্য

গ.মাতৃকা>_____>মেয়ে
উত্তর -মাইয়া

ঘ.কার্য>_____>কাজ
উত্তর- কজ্জ

শুদ্ধ বানানটি লেখ

ক. শশীভূষণ
শুদ্ধ- শশিভূষণ

খ. সুশমা
শুদ্ধ সুষমা

গ. তুন
শুদ্ধ তৃণ

ঘ. অর্ধেক
এটা ঠিকই আছে
Previous Post Next Post