Environment and Science Class 7 Part 1 2021 | পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পার্ট ১ 2021

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন ।লিংক নীচে দেওয়া আছে।

Environment and Science Class 7 Part 1 2021 | পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পার্ট ১ 2021

Environment and Science Class 7 Part 1 2021 | পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পার্ট ১ 2021


 1. একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলের মান কত হবে নির্ণয় করো।

আমারা জানি,
C/5=F-32/9
40/5=F-32/9
8=F-32/9
8×9=F-32
72=F-32
F-32=72 F=72+32 F=104°F
ফারেনহাইট স্কেলে 104°F হবে।

2. মেরাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় ?

উত্তর-

↪মাংসপেশির শীর্ণতা অবক্ষয় ঘটে
দেহের পরিবর্তন- বাইরে থেকে বুকের পাঁজর ও হাড় দেখা যায় হাত পা গুলো খুব সরু সরু হয়ে যায় !
মুখ ও ত্বকের পরিবর্তন - মুখ শুকিয়ে যায় মুখমন্ডল বয়স্কদের মত দেখায় বিভিন্ন স্থানের চামড়া কুঁচকে যায় |
উদরাময়- ঘন ঘন পেটের অসুখ হয়

3. তুঁতের জলিয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কি পরিবর্তন দেখবে ? এটি কি ধরনের বিক্রিয়া? বিক্রিয়ার সমীকরণ দাও ?


উত্তর-
তুতের জলীয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে রাখলে দেখা যাবে লোহার টুকরোর গায়ে লাল আস্তরণ পড়েছে।কারণ তুঁতে লোসর সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া হয় |লোহা ও cuso4 থেকে ধাতব কপার অর্ধ ক্ষিপ্ত করে এবং ফেরাস সালফেট উৎপন্ন হয় |

এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া

Fe+Cuso4=Feso4+Cu

4. তোমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো ?

উত্তরঃ আমার দেহ থেকে ঘাম মন্ত্র অশ্রু রক্ত ইত্যাদির মাধ্যমে জল বেরিয়ে যায় ||
Previous Post Next Post