আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন ।লিংক নীচে দেওয়া আছে।
Geography Model Activity Task Class 7 Part 2 2021 | ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পার্ট ২ 2021
1.পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের একটি চিহ্নিত অঙ্কন করো।
2. ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব ?
পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলোই স্থানীয় সময় এক এক রকমের হয় দ্রাঘিমা রেখা পরিবর্তনের ফলে স্থানীয় সময়ের তারতম্য ঘটে তাই কোন বিরাট দেশে একাধিক দ্রাঘিমা রেখা থাকার জন্য বিভিন্ন দ্রাঘিমা রেখার স্থানীয় সময় বিভিন্ন হয় কিন্তু একই দেশে বিভিন্ন স্থানীয় সময় দিয়ে কাজ চালাতে খুবই অসুবিধা হয় | স্থানীয় সময় অসুবিধা দূর করার জন্য প্রত্যেক দেশের প্রায় মাঝামাঝি অবস্থিত একটি দ্রাঘিমা রেখা সময় অনুসারে রেল ডাক্তার এবং প্রশাসনিক কাজ চালানো হয় সেই সময়কে সেই দেশের প্রমাণ সময় ধরা হয় |
i. বিভিন্ন রাজ্যের বিভিন্ন সময় থাকার জন্য বিভ্রান্তি বা বিশৃংখলা এড়ানোর জন্য একটি প্রমাণ দ্রাঘিমার স্থানীয় সময় কে পুরো দেশের জন্য অভিন্ন প্রমাণ সময় হিসাবে বেছে নেওয়া হয়েছে |
ii. তাই এলাহাবাদের দ্রাঘিমা 82 ডিগ্রী 30 মিনিট পূর্ব কে ভারতের প্রমাণ দ্রাঘিমা হিসেবে নেওয়া হয়েছে যা প্রায় ভারতের কেন্দ্র দিয়ে গেছে | আর এই এলাহাবাদের স্থানীয় সময় কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় |
iii. ভারতের প্রমাণ সময় থাকায় সারা ভারতবর্ষে একই সময়ে বিভিন্ন টেলিভিশন ও রেডিও সম্প্রচার ছাড়াও বিভিন্ন সরকারি কাজগুলো করা সহজ হয় | তাতে এত বিশাল ভারতবর্ষের যেকোনো মানুষের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী কাজটি ঘটে জলীয় বাষ্পের তারতম্যের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নিয়ন্ত্রণ করে জলীয়বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে বায়ুচাপ কমে| এই কারণে বর্ষাকালে বায়ুর চাপের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান উদাহরণ শীতকালে বায়ুর চাপ বেশি হয় যেহেতু বাড়িতে জলের বাষ্প থাকে না অন্যদিকে বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকায় বায়ুর চাপ কম হয় |
i. বিভিন্ন রাজ্যের বিভিন্ন সময় থাকার জন্য বিভ্রান্তি বা বিশৃংখলা এড়ানোর জন্য একটি প্রমাণ দ্রাঘিমার স্থানীয় সময় কে পুরো দেশের জন্য অভিন্ন প্রমাণ সময় হিসাবে বেছে নেওয়া হয়েছে |
ii. তাই এলাহাবাদের দ্রাঘিমা 82 ডিগ্রী 30 মিনিট পূর্ব কে ভারতের প্রমাণ দ্রাঘিমা হিসেবে নেওয়া হয়েছে যা প্রায় ভারতের কেন্দ্র দিয়ে গেছে | আর এই এলাহাবাদের স্থানীয় সময় কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় |
iii. ভারতের প্রমাণ সময় থাকায় সারা ভারতবর্ষে একই সময়ে বিভিন্ন টেলিভিশন ও রেডিও সম্প্রচার ছাড়াও বিভিন্ন সরকারি কাজগুলো করা সহজ হয় | তাতে এত বিশাল ভারতবর্ষের যেকোনো মানুষের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী কাজটি ঘটে জলীয় বাষ্পের তারতম্যের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নিয়ন্ত্রণ করে জলীয়বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে বায়ুচাপ কমে| এই কারণে বর্ষাকালে বায়ুর চাপের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান উদাহরণ শীতকালে বায়ুর চাপ বেশি হয় যেহেতু বাড়িতে জলের বাষ্প থাকে না অন্যদিকে বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকায় বায়ুর চাপ কম হয় |
3. বায়ু চাপের তারতম্যে জলীয়বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করো।
বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুচাপ নিয়ন্ত্রণ করে।জলীয় বাষ্প সাধারণ বায়ুর অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে বাযু চাপ কমে।এই কারণে বর্ষা কলে বায়ুর চাপ ও কম হয়। শীতকালে বায়ুর চাপ বেশি হয় কারণ বায়ুতে জলীয় বাষ্প থাকে না।অন্য দিকে বায়তে জলীয় বাষ্প বেশি থাকায় বায়ু চাপ কম হয়।
4.অক্ষাংশগত বিস্তৃতি ও সমুদ্র থেকে দূরত্ব কিভাবে এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে।
আক্ষাংশগত বিস্তৃতি :
দক্ষিনে 10 ডিগ্রি দক্ষিণ অংশকে উত্তরে 42 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এশিয়ার বিস্তৃতি অক্ষাংশের এত বিরাট ব্যবধানে জন্য সূর্য রশ্মির পতনের পার্থক্যের এশিয়ার বিভিন্ন অঞ্চলে উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায় এশিয়ার দক্ষিণ প্রান্ত গৃষ্ম কালে মধ্যাংশ ও নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং উত্তরাংশে হিম মন্ডলে অবস্থিত!
সমুদ্র থেকে দূরত্বের প্রভাব:
বিশালায়তনের জন্য এশিয়ার মধ্যভাগের অঞ্চলগুলি সমুদ্র থেকে বহু দূরে অবস্থিত হওয়ায় সমুদ্রের কোন রকম প্রভাব এসব অঞ্চলে পড়ে না তাই সেখানকার জলবায়ুতে শীতকালে চরমভাবে লক্ষ্য করা যায় অন্যদিকে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের জলবায়ু ও আদ্র থাকে এবং সেখানকার শীতকাল মৃদুভাবাপন্ন হয়।