আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন ।লিংক নীচে দেওয়া আছে।
Environment and Science Class 7 Part 2 2021 | পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পার্ট ২ 2021
1.সংকেত :
ম্যাগনেসিয়াম ক্লোরাইড- mgcl2সোডিয়াম সালফেট na2So4
2.ফাইটোকেমিক্যালস যুক্ত খাদ্য দেহের পক্ষে উপযোগী কেন ?
উত্তর-↪ফাইটোকেমিক্যাল যুক্ত খাদ্য মানব দেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে |
↪হাড় শক্ত ও মজবুত করে এবং হৃদপিন্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে।
3.মাটির কলসির জল ঠান্ডা থাকে কি কারনে ?
মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ যখন কোন তরল পদার্থ বাষ্পীভূত হয় তখন তার উষ্ণতা হ্রাস পায় |বাষ্পীভবনের জল যে তাপের প্রয়োজন হয় তা তরল পদার্থ ও সরবরাহ করে তাপ হারানোর কারণে তরল জলের উষ্ণতা কমে যায় মাটির কলসিতে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে সেখানে মূলত বাষ্পীভবন ঘটে |4.রোজ চাওমিন, এগরোল,পেস্ট্রি বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার খেলে কি কি ক্ষতি হতে পারে ?
চাওমিন এগ রোল পেস্ট্রি বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুডে যে বিভিন্ন ধরনের উপাদান থাকে যা আমাদের দেহের জন্য ক্ষতিকর যেমন-i. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে।
ii. ত্বকের নানা সমস্যা দেখা দেয়
iii. এলার্জি হয় দেহের ওজন বেড়ে যায় এবং রক্তচাপ এবং
ডায়াবেটিসের মত প্রকাশ পায়।
5.প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলতে কী বোঝায় প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া একটি উদাহরণ দাও।
যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল সরাসরি নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে।যেমন -উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় ।
2Mg+O2= 2MgO
6.জীবদেহে জলের যে কোন তিনটি ভূমিকা ব্যাখ্যা করো।
উদ্ভিদ দেহে জলের ভূমিকা-
i.উদ্ভিদ দেহের সজীবতা বজায় রাখেii.সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রস্তুত খাদ্যের মুখ্য উপাদান হলো জল
iii. বীজের অঙ্কুরোদগম এর বাষ্পমোচন এর মাধ্যমে অতিরিক্ত জল নির্গমনের মাধ্যমে উদ্ভিদ দেহে উষ্ণতা বজায় থাকে |
প্রাণীদেহে জলের ভূমিকা -
i.প্রাণীদেহের সজীবতা বজায় রাখেii.কোষের মাধ্যমে বিপাকীয় কাজ পরিচালনার জন্য জল প্রয়োজন
iii. খাদ্য পরিপাক ও শোষণ জলের উপস্থিতি অপরিহার্য
iv. প্রাণীদেহে অপসারণে জলের দরকার হয়